- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ৮, ২০২৩
‘বাইরের লোক’! শাস্ত্রীকে কটাক্ষ রোহিতের

ইন্দোরে অস্ট্রেলিয়ার কাছে তৃতীয় টেস্টে হারার পর ভারতীয় ক্রিকেটারদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। বলেছিলেন, আত্মতুষ্টি ও অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্যই হারতে হয়েছে ভারতকে। রোহিতের সেই মন্তব্যের কড়া জবাব দিলেন রোহিত শর্মা। রবি শাস্ত্রীর মন্তব্যকে আবর্জনার সঙ্গে তুলনা করেছেন। একই সঙ্গে প্রাক্তন হেড স্যারকে বাইরের লোক বলে অভিহিত করেছেন।
আমেদাবাদে চতুর্থ টেস্টে মাঠে নামার আগের দিন ভারতীয় দলের অধিনায়ক বলেন, ‘পরপর দুটো ম্যাচ জাতার পর বাইরের লোকরা যদি মনে করে যে, আমরা আত্মতুষ্ট কিংবা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছি, সেটা ভিত্তিহীন। অ্যাবসলিউটলি রাবিশ। কেন না, আমরা সব ম্যাচেই নিজেদের সেরাটা দিতে দৃঢ়প্রতিজ্ঞ থাকি। দুটি ম্যাচ জেতার পর কেউই হারতে চায় না। ড্রেসিংরুমের অংশ না হয়েও যাঁরা এই অতিরিক্ত আত্মবিশ্বাস বা এই ধরনের কথা বলে থাকেন তাঁদের ধারণাই থাকে না ড্রেসিংরুমে কী ধরনের কথাবার্তা চলতে থাকে। আমরা সব ম্যাচেই সেরা খেলাটা খেলতে চাই। সেটা বাইরের কারও অতিরিক্ত আত্মবিশ্বাস বা অন্য কিছু মনে হলে তাতে আমাদের কিছু যায় আসে না।’
একসময় ভারতীয় দলের হেড কোচের দায়িত্বে ছিলেন রবি শাস্ত্রী। ভারতীয় ড্রেসিংরুমের সঙ্গে পরিচিত থাকা সত্ত্বেও কেন রবি শাস্ত্রী এই ধরনের মন্তব্য করেছেন, তা একেবারেই বোধগম্য নয় রোহিত শর্মার। ভারতীয় দলের অধিনায়ক বলেন, ‘রবি নিজেও একসময় এই ভারতীয় ড্রেসিংরুমের অংশ ছিলেন। ভারতীয় ড্রেসিংরুমের মানসিকতা কেমন থাকে, তিনি সেটা ভালোই জানেন। তা সত্ত্বেও কেন এই ধরনের মন্তব্য করলেন, আমার বোধগম্য নয়। নির্দয় শব্দটা আমি ব্যবহার করতে পারতাম। কিন্তু তা করতে চাই না। যখন আমরা বিদেশ সফর করি বিপক্ষ কিন্তু আমাদের সিরিজে ফিরে আসার সুযোগ দেয় না। আমরাও সেটাই করতে চাই। আমরা নির্মম হতে পছন্দ করি, এটাই দলের মানসিকতা।’
এদিকে, আমেদাবাদ টেস্টে ডিআরএস নিয়ে সতর্ক থাকতে চাইছেন রোহিত। তিনি বলেন, ‘আগের টেস্টে বেশ কয়েকটা ভুল করেছি। বিশেষ করে জাদেজার সব বলেই মনে হচ্ছিল ব্যাটার আউট। কখনও দেখা যায় বল স্টাম্পের কাছাকাছি নেই বা লেগ স্টাম্পের বাইরে পড়েছে। আমিও কিছু বোকার মতো ভুল করেছি। আশা করি, নিজেদের মধ্যে আলাপ–আলোচনা সেরে নিলে এই টেস্টে আর সেই ভুল হবে না।’
❤ Support Us