Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ৮, ২০২৪

ধরমশালায় পাঁচ রেকর্ড রোহিতের।দুই ব্যাটারের জোড়া সেঞ্চুরিতেই দ্বিতীয় দিনেই চালকের আসনে ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
ধরমশালায় পাঁচ রেকর্ড রোহিতের।দুই ব্যাটারের জোড়া সেঞ্চুরিতেই দ্বিতীয় দিনেই চালকের আসনে ভারত

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টেস্টে সেঞ্চুরি করলেন ভারতের দুই ব্যাটার রোহিত শর্মা ও শুভমান গিল। ‌ধরমশালায় সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গে পাঁচ–পাঁচটি রেকর্ড গড়ে ফেললেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। স্পর্শ করলেন স্টিভ স্মিথ ও রাহুল দ্রাবিড়ের কৃতিত্ব। এদিন ১০৩ রান করে বেন স্টোকসের বলে আউট হন ভারত অধিনায়ক।

টেস্ট ক্রিকেটে এদিন দ্বাদশ সেঞ্চুরি তুলে নিলেন রোহিত। অধিনায়ক হিসেবে চতুর্থ সেঞ্চুরি। আর ইংল্যআন্ডের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয়। আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের এটা ৪৮তম সেঞ্চুরি। স্পর্শ করলেন রাহুল দ্রাবিড়কে। আন্তর্জাতিক ক্রিকেটে রাহুল দ্রাবিড়েরও সেঞ্চুরির সংখ্যা ৪৮। সেঞ্চুরির নিরিখে শীর্ষে রয়েছেন শচীন ডেন্ডুলকার। তাঁর সেঞ্চুরির সংখ্যা ১০০। ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। তিনি সেঞ্চুরি করেছেন ৮০টি। তৃতীয় স্থানে ছিলেন রাহুল দ্রাবিড়। এদিন তাঁকে স্পর্শ করলেন রোহিত।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সেঞ্চুরির তালিকায় যুগ্মভাবে শীর্ষে রোহিত পৌঁছে গেলেন রোহিত শর্মা। স্পর্শ করলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে। দুজনেরই ৯টি করে সেঞ্চুরি। এছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করার দিক দিয়ে স্পর্শ করলেন সুনীল গাভাসকারের রেকর্ড। ভারতীয় ব্যাটার হিসাবে দুজনেরই ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি করে সেঞ্চুরি। ওপেনার হিসেবে সেঞ্চুরির দিক দিয়ে ক্রিস গেলের রেকর্ড ভেঙে দিলেন রোহিত। ৪২টি সেঞ্চুরি রয়েছে গেলের। তাঁকে টপকে রোহিতের সেঞ্চুরির সংখ্যা ৪৩। ওপেনার হিসেবে রানের দিক দিয়ে ভেঙে দিয়েছেন ডেভিড ওয়ার্নারের রেকর্ড। আর্ন্তজাতিক ক্রিকেটে ওয়ার্নারের রান ১৮৮১৭, রোহিতের সংগ্রহ ১৮৮২০।

ধরমশালায় পঞ্চম টেস্টেও কি ইনিংসে জিতবে ভারত?‌ ম্যাচের গতিপ্রকৃতি যেদিকে এগোচ্ছে, তেমনই ইঙ্গিত। দ্বিতীয় দিনেই রানের পাহাড়ে ভারত। ইংল্যান্ডের ২১৮ রানের জবাবে প্রথম ইনিংসে ইতিমধ্যেই তুলে ফেলেছে ৪৭৩। ইতিমধ্যেই ২৫৫ রানের লিড। হাতে এখনও ২ উইকেট। জোড়া সেঞ্চুরি রোহিত শর্মা ও শুভমান গিলের। টেলএন্ডাররা যেভাবে ব্যাটিং করছেন, ৫০০ রানের আশা করতেই পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

রোহিত, শুভমান ফিরে যাওয়ার পর দলকে টেনে নিয়ে যান এই টেস্টে অভিষেক ঘটানো দেবদত্ত পাড়িক্কল ও সরফরাজ খান। আক্রমণাত্মক ব্যাটিং করে ৬০ বলে ৫৬ রান করে আউট হন সরফরাজ। অভিষেক টেস্টে নজর কাড়লেন দেবদত্ত পাড়িক্কল। ৬৫ রান করে শোয়েব বশিরের বলে তিনি বোল্ড হন। রবীন্দ্র জাদেজা ও ধ্রুব জুরেল দুজনেই করেন ১৫। অশ্বিনও (‌০)‌ রান পাননি। দ্রুত ৩ উইকেট হারায় ভারত।

অসমাপ্ত নবম উইকেটের জুটিতে ৪৫ রান যোগ করেছেন কুলদীপ যাদব ও যশপ্রীত বুমরা। কুলদীপ ২৭ ও বুমরা ১৯ রান করে অপরাজিত রয়েছেন। ইংল্যান্ডের সফল বোলার শোয়েব বশির। ১৭০ রানে ৪ উইকেট পেয়েছেন তিনি। ১২৬ রানে ২ উইকেট নিয়েছেন টম হার্টলি। ১টি করে উইকেট নিয়েছেন অ্যান্ডারসন ও স্টোকস।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!