- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ১৩, ২০২৩
বল হাতে উইকেট কোহলির, ১৬০ রানে ডাচদের হারিয়ে টানা ৯ ম্যাচ জেতার রেকর্ড ভারতের
আগেই এসে গিয়েছিল বিশ্বকাপের সেমিফাইনালের ছাড়পত্র। রবিবার নেদারল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচ ছিল নিয়মরক্ষার। হারলেও শীর্ষস্থান হারানোর কোনও প্রশ্ন ছিল না। নেদারল্যান্ডের বিরুদ্ধে এদিন সেমিফাইনালের ব্যাটিং প্র্যাকটিস সেরে নিল ভারত। পাশাপাশি বোলার হিসেবে বিরাট কোহলি, শুভমান গিল, সূর্যকুমার যাদবদেরও পরীক্ষা করে নিলেন রোহিত শর্মা। পাশাপাশি লিগ পর্বের শেষ ম্যাচে হল্যান্ডকে ১৬০ রানে উড়িয়ে সেমিফাইনালের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ভারত। বিশ্বকাপে টানা জেতার ব্যাপারে রেকর্ড গড়ল।
টস জিতে এদিন প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৪১০/৪ রান তোলে। এই নিয়ে সপ্তমবার একদিনের ক্রিকেটে ৪০০–র বেশি রান তুলল ভারত। ভারতের হয়ে এদিন প্রথম ৫ ব্যাটার ৫০–র বেশি রান করেন। বিশ্বকাপে এই নজির প্রথম। ভারতের ওপেনিং জুটিতে ওঠে ১০০ রান। ৩২ বলে ৫১ রান করে প্রথম আউট হন শুভমান গিল। এরপর ৫৪ বলে ৬১ রান করে আউট হন রোহিত। বিরাট কোহলির সামনে সুযোগ ছিল শচীন তেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভাঙা। ভাল শুরু করেও তিনি ৫৬ বলে ৫১ রান করে আউট হন।
২৮.৪ ওভারের মাথায় ২০০ রানে তৃতীয় উইকেট হারায় ভারত। এরপর ভারতকে টেনে নিয়ে যান শ্রেয়শ আয়ার ও লোকেশ রাহুল। দুজনের জুটিতে ওঠে ২০৮ রান। ৫০ তম ওভারের পঞ্চম বলে জুটি ভাঙে। ৬৪ বলে ১০২ রান করে আউট হন লোকেশ রাহুল। ৯৪ বলে ১২৮ রান করে অপরাজিত থাকেন শ্রেয়স আয়ার। ৮২ রানে ২ উইকেট নেন বাস ডি লিড। পল ভ্যান মেকেরেন ও ভ্যান ডার মারউই ১টি করে উইকেট নেন।
জয়ের জন্য ৪১১ রানের লক্ষ্য অস্ট্রেলিয়ার কাছে একপ্রকার অসম্ভবই ছিল। দ্বিতীয় ওভারে ওয়েসলি বারেসিকে (৪) তুলে নেন মহম্মদ সিরাজ। পাওয়ার প্লে–র প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৬২ রান তোলে হল্যান্ড। শেষ পর্যন্ত ৪৭.৫ ওভারে ২৫০ রানে গুটিয়ে যায় ডাচরা। তেজা নিদামানুরু ৩৯ বলে ৫৪ রান করেন। সিব্রান্ড এঙ্গেলব্রেখট ৪৫, কলিন একারম্যান ৩৫, ম্যাক্স ও’ডাউড ৩০ রান করেন। যশপ্রীত বুমরা ৯ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন। ৬ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট পান মহম্মদ সিরাজ।
রোহিত শর্মা এদিন ৯ জন বোলারকে ব্যবহার করেন। বিরাট কোহলি, শুভমান গিল, সূর্যকুমার যাদব ছাড়াও অধিনায়ক রোহিত শর্মাও এদিন হাত ঘোরান। উইকেটও নেন কোহলি ও রোহিত। ৯ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট পেলেন বিরাট কোহলি। মহম্মদ সামি অবশ্য এদিন উইকেটহীন থেকে গেলেন। তবে কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা ২টি করে উইকেট নেন।
❤ Support Us