Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ১৪, ২০২৩

আগামীকাল কলকাতায় আসছেন রোনাল্ডিনহো, ঠাসা কর্মসূচীতে থাকছে পুজো উদ্বোধনও

আরম্ভ ওয়েব ডেস্ক
আগামীকাল কলকাতায় আসছেন রোনাল্ডিনহো, ঠাসা কর্মসূচীতে থাকছে পুজো উদ্বোধনও

পেলে, দিয়েগো মারাদোনা, অলিভার কান, লিওনেল মেসির পর এবার কলকাতায় পা রাখতে চলেছেন রোনাল্ডিনহো। রবিবার কলকাতায় চলে আসার কথা ব্রাজিলের এই প্রাক্তন ফুটবলারের। কলকাতায় বেশ কয়েকটা পুজোর উদ্বোধন করবেন। একটা প্রদর্শনী ম্যাচেও খেলার কথা। কলকাতা সফর শেষে বাংলাদেশ উড়ে যাবেন রোনাল্ডিনহো।
তিন দিনের কলকাতা সফরে আসছেন রোনাল্ডিনহো। বেশ কয়েকটি পুজো মণ্ডপে যাওয়ার কথা। এবছর নরেন্দ্রপুর গ্রিনপার্ক পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে কাতার বিশ্বকাপে যে স্টেডিয়ামে ফাইনাল খেলা হয়েছিল সেই লুসেইল স্টেডিয়ামের আদলে তৈরি। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধনেও যাওয়ার কথা। এছাড়া আরও বেশ কয়েকটা পুজো মণ্ডপে যাওয়ার কথা রোনাল্ডিনহোর। ইস্টবেঙ্গল, মোহনবাগান ক্লাবেও এই ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে উদ্যোগপতি শতদ্রু দত্তর। তিনিই রোনাল্ডিনহোকে কলকাতায় নিয়ে আসছেন।
সোমবার রাজারহাটের মার্লিন রাইজ ফুটবল অ্যাকাডেমিতে যাবেন রোনাল্ডিনহো। এই অ্যাকাডেমির সঙ্গে যুক্ত রয়েছেন ব্রাজিলিয়ান তারকা। সেখানে অ্যাকাডেমির শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি মূল্যবান পরামর্শ দেবেন। দুটি মহিলা ফুটবল দলের হাতেও খেলার সরঞ্জাম তুলে দেবেন। ১৭ অক্টোবর বাটানগর স্টেডিয়ামে যাবেন রোনাল্ডিনহো। সেখানে একটা প্রদর্শনী ম্যাচে অংশ নিতে পারেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে রোনাল্ডিনহোর সাক্ষাৎ করানোর পরিকল্পনা রয়েছে শতদ্রু দত্তর। এছাড়া সৌরভ গাঙ্গুলির সঙ্গেও দেখা করবেন রোনাল্ডিনহো। সৌরভের হাতে অটোগ্রাফ দেওয়া নিজের দেশের জার্সি তুলে দেবেন এই ব্রাজিলিয়ান তারকা। কলকাতা সফর শেষে ঢাকা উড়ে যাবেন। সেখানেও একগুচ্ছ কর্মসূচী রয়েছে এই ব্রাজিলিয়ান তারকার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!