Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ২০, ২০২৩

রিয়াদের লড়াইয়ে রোনাল্ডোকে হারালেন মেসি, স্বাক্ষী রইলেন অমিতাভ বচ্চন

আরম্ভ ওয়েব ডেস্ক
রিয়াদের লড়াইয়ে রোনাল্ডোকে হারালেন মেসি, স্বাক্ষী রইলেন অমিতাভ বচ্চন

বৃহস্পতিবার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের আল ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে বসেছিল চাঁদের হাট। ফুটবল ম্যাচ। ফুটবলাররা তো থাকবেনই। তবে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কিলিয়ান এমবাপে, নেইমার জুনিয়রদের মাঝে আলাদা করে নজর কেড়ে নিয়েছেন বলিউডের বাদশা অমিতাভ বচ্চন। প্যারিস সাঁ জাঁ ও সৌদি অলস্টারের প্রীতি ম্যাচে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির ছিলেন ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তি। ম্যাচ শুরুর আগে তিনি হাত মেলান মেসি, রোনাল্ডোদের সঙ্গে। মেসিদের সঙ্গে কথাও বলেন অমিতাব বচ্চন।

প্যারিস সাঁ জাঁ ও সৌদি অলস্টারের প্রীতি ম্যাচের দিকে নজর ছিল তামাম ফুটবলপ্রেমীদের। সৌদির অলস্টার দল গড়া হয়েছিল আল নাসের ও আল হিলালের ফুটবলারদের নিয়ে। খেলা শুরুর ৩ মিনিটেই লিওনেল মেসির গোল এগিয়ে দেয় প্যারিস সাঁ জাঁ–কে। নেইমারের বাড়ানো পাস থেকে দুরন্ত ফিনিশ। এরপর গোল শোধে মরিয়া হয়ে ওঠেন রোনাল্ডোরা। খেলার বয়স যখন আধ ঘণ্টা পেরিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভেসে আসা ফ্রি কিকে মাথা ছুইয়ে গোল করতে লাফিয়ে ওঠেন। কিন্তু পিএসজির গোলকিপার তথা রোনাল্ডোর প্রাক্তন সতীর্থ কেইলর নাভাসের হাত সিআর সেভেনের মুখে লাগে। পেনাল্টি দেন রেফারি। চোখের নীচে, মুখে চোট পান রোনাল্ডো, তবে বড় বিপত্তি হয়নি। উঠে দাঁড়িয়েই পেনাল্টি থেকে গোল করে ম্যাচ ১-১ করেন রোনাল্ডো। ৩৯ মিনিট থেকে পিএসজি ১০ জনে খেলতে বাধ্য হয় জুয়ান বার্নাট লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ায়। ৪৩ মিনিটে মার্কুইনহসের গোলে এগিয়ে যায় পিএসজি। প্রথমার্ধের ইনজুরি টাইমে রোনাল্ডোর হেড পোস্টে লেগে প্রথমে ফিরে আসে, কিন্তু ফিরতি বল থেকে দুরন্ত গোল করে ম্যাচ ২-২ করেন রোনাল্ডো।

৫৩ মিনিটে সের্হিও রামোসের গোলে পিএসজি ৩-২ ব্যবধানে এগিয়ে যায়, এক্ষেত্রে অ্যাসিস্ট এমবাপের। ৫৬ মিনিটৈ জাং হিউন-সু গোল করে ৩-৩ করেন। মেসির শট আলি আল বুলাইহির হাতে লাগলে পেনাল্টি পায় পিএসজি। ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এমবাপে। এরপরই রোনাল্ডোকে তুলে নেওয়া হয়। হুগো একিটিকে ৭৮ মিনিটে গোল করে পিএসজিকে এগিয়ে দেন ৫-৩ গোলে। দ্বিতীয়ার্ধের স্টপেজ টাইমে রিয়াধের চতুর্থ গোলটি করেন অ্যান্ডারসন তালিসকা। এতে ব্যবধান কমালেও পরাজয় এড়াতে পারেনি রোনাল্ডোর দল। ফলে মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথে শেষ হাসি হাসলেন আর্জেন্তিনাকে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জেতানো এলএম টেনই।
ম্যাচ শুরুর আগে দুই দলের ফুটবলারদের সঙ্গে মিলিত হন অমিতাভ বচ্চন। এমবাপে, নেইমার, মেসি, রোনাল্ডোর সঙ্গে তাঁর করমর্দনের ভিডিও ভাইরাল হয়েছে। মেসি ও রোনাল্ডোর সঙ্গে হাত মেলানোর সময় কয়েক সেকেন্ড আলাদা করে কথাও বলেন বিগ বি। অতিথি হিসেবে উপস্থিত থাকা নিয়ে টুইট করেছেন অমিতাভ বচ্চন। উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেসি, রোনালদো, নেইমার, এমবাপ্পেরা যে ম্যাচে এক সঙ্গে খেলছেন, সেখানে আমন্ত্রিত হিসেবে উপস্থিত থাকতে পেরে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!