- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ২৪, ২০২৩
মুতাওয়ার রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির রোনাল্ডোর
আরও একটা পালক যোগ হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুকুটে। বিশ্বের সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়লেন এই পর্তুগিজ তারকা। ভেঙে দিলেন কুয়েতের আল মুতাওয়ার রেকর্ড। ১৯৬টি ম্যাচ খেলেছিলেন আল মুতাওয়া। বৃহস্পতিবার ২০২৪ ইউরো কাপের বাছাই পর্বে লিচেনস্টেইনের বিরুদ্ধে মাঠে নামার সঙ্গে সঙ্গে মুতাওয়ার রেকর্ড ভেঙে দিলেন এই পর্তুগিজ মহাতারকা।
বিশ্বকাপে মরক্কোর বিরুদ্ধে পর্তুগালের কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল রোনাল্ডোর ১৯৬তম আন্তর্জাতিক ম্যাচ। সেদিনই স্পর্শ করেছিলেন বিশ্বের সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা কুয়েতের আল মুতাওয়াকে। রেকর্ড গড়তে পেরে দারুণ খুশি রোনাল্ডো। তিনি বলেন, ‘রেকর্ডগুলোই হল আমার মোটিভেশন। আমি চেয়েছিলাম ফুটবল ইতিহাসে বিশ্বের সবথেকে বেশি ম্যাচ খেলতে। সেই লক্ষ্যে আমি পৌঁছে গিয়েছি। কিন্তু এটাই আমাকে থামিয়ে রাখতে পারবে না। আমি নিজেকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।’
রেকর্ড গড়ার ম্যাচ দারুণভাবে স্মরণীয় করে রাখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জোড়া গোল করে তিনি সমালোচকদের জবাব দিলেন। তাঁর জোড়া গোলের সুবাদে পর্তুগাল ইউরো বাছাই পর্বের প্রথম ম্যাচে লিচেনস্টেইনকে হারাল ৪–০ ব্যবধানে। লিচেনস্টেনের বিরুদ্ধে ম্যাচে পর্তুগাল এগিয়ে যায় ম্যাচের ৮ মিনিটে। পেনাল্টি বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করে দলকে এগিয়ে দেন জোয়ান ক্যানসেলো। প্রথমার্ধে দুর্দান্ত দাপট দেখালেও আর গোল সংখ্যা বাড়াতে পারেনি পর্তুগাল। ম্যাচের ৪৭ মিনিটে ব্যবধান বাড়ান বার্নার্ডে সিলভা। ৩ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান রোনাল্ডো। ৬৩ মিনিটে দুর্দান্ত ফ্রি কিক থেকে গোল করে ৪–০ রোনাল্ডো। এটা তাঁর আন্তর্জাতিক ফুটবলে ১২০ তম গোল। ক্লাব ও দেশের হয়ে মোট ৮৩০ গোল করেছেন রোনাল্ডো।
❤ Support Us