Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ৩০, ২০২৩

‌সৌদি প্রো লিগে গোল করেই চলেছেন রোনাল্ডো, এখনও লক্ষ্যভেদে ব্যর্থ নেইমার

আরম্ভ ওয়েব ডেস্ক
‌সৌদি প্রো লিগে গোল করেই চলেছেন রোনাল্ডো, এখনও লক্ষ্যভেদে ব্যর্থ নেইমার

বিশ্বের দুই অন্যতম সেরা ফুটবলার এই মুহূর্তে সৌদি প্রো লিগে। একজন গোল করেই চলেছেন, আর একজন এখনও নতুন ক্লাবের জার্সি গায়ে খাতা খুলতে পারেননি। এমনই দুরাবস্থা, পেনাল্টি থেকেও গোল করতে পারছেন না। আবার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ নেইমার। তিনি গোল না পেলেও আল হিলালের অবশ্য জয় আটকায়নি। আল শাবাবকে ২–০ ব্যবধানে হারিয়ে সৌদি প্রো লিগে আবার শীর্ষে পৌঁছে গেল আল হিলাল।
আল শাবাবের বিরুদ্ধে আল হিলালের ম্যাচ ছিল শীর্ষে ওঠার লড়াই। আগাগোড়া আধিপত্য নিয়ে খেলে দারুণ জয় তুলে নিয়েছে আল হিলাল। গোল না পেলেও নেইমার অবশ্য যথেষ্ট নজর কাড়া ফুটবল খেলেছেন। প্রথমার্ধে বেশ কয়েকটা সুযোগ তৈরি করেছিলেন নেইমার। কিন্তু কাজে লাগাতে পারেননি। ম্যাচের প্রথমার্ধের ৩৭ মিনিটে পেনাল্টি পেয়েছিল আল হিলাল। সালেম আল–দাওসিরি পেনাল্টি মারার জন্য নেইমারকে এগিয়ে দেন। পেনাল্টি থেকে গোল করতে পারেননি নেইমার।
যদিও আল হিলালের দুটি গোলের কারিগর এই ব্রাজিলিয়ান তারকা। ৬৮ মিনিটে তাঁর কর্নার থেকে হেডে গোল করে আল হিলালকে এগিয়ে দেন কালিদু কুলিবালি। ৮ মিনিট পর নেইমারের পাস থেকেই ২–০ করেন মিত্রোভিচ। আল হিলালের হয়ে বেশ কয়েকটা ম্যাচ খেলা হয়ে গেল, অথচ এখনও গোলের মুখ দেখতে পেলেন না নেইমার।
এদিকে, আল নাসেরে দারুণ সময় কাটাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নিজে গোল করছেন, সতীর্থদের দিয়ে করাচ্ছেন। শুক্রবার সৌদি প্রো লিগে আল তা’‌য়িকে ২–১ ব্যবধানে হারিয়েছে আল নাসের। ৩২ মিনিটে অ্যান্ডারসন তালিসকাকে দিয়ে গোল করান রোনাল্ডো। ৭৯ মিনিটে সমতা ফেরায় তা’‌য়ি। ৩ মিনিট পরেই পেনাল্টি থেকে দলের হয়ে জয়সূচক গোলটি করেন রোনাল্ডো। লিগে ৭ ম্যাচে ১০ গোল হয়ে গেল এই পর্তুগীজ তারকার। অন্যদিকে, এখনও গোলহীন নেইমার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!