Advertisement
  • ভা | ই | রা | ল
  • এপ্রিল ১৬, ২০২২

মৌমাছির সঙ্গে যুদ্ধে ‘মিস্টার বিন’

‘ম্যান ভার্সেস বি’, ১০ পর্বের এই সিরিজ খুব শীঘ্রই আসছে নেটফ্লিক্স ।

আরম্ভ ওয়েব ডেস্ক
মৌমাছির সঙ্গে যুদ্ধে ‘মিস্টার বিন’

মিস্টার বিন ওরফে রোয়ান অ্যাটকিনসন-এর অভিনয়ে মুগ্ধ আট থেকে আশি সকলেই। মন খারাপ এই নিমিষে ভালো উধাও হয়ে যায় পর্দায় বিনের দেখা মিললেই। বিন মুখমণ্ডল জউড়েই ছড়িয়ে আছে অদ্ভুত এক রসালো বোধ। এইবার মৌমাছির সঙ্গে যুদ্ধ শুরু করেছেন ‘মিস্টার বিন’খ্যাত রোয়ান অ্যাটকিনসন। বিশাল এক প্রাসাদে একাই তাঁকে এ যুদ্ধে শামিল হতে হয়েছে। আর এই যুদ্ধে হয়েছে অপূরণীয় ক্ষতি। এ রকম এক কাহিনি নিয়ে অভিনেতা রোয়ান অ্যাটকিনসনকে এবার পাওয়া যাবে নেটফ্লিক্সে। সেখানে আসছে রোয়ান অভিনীত নতুন সিরিজ ‘ম্যান ভার্সেস বি’। ১০ পর্বের এই সিরিজ খুব শীঘ্রই প্রকাশ করবে নেটফ্লিক্স।

গত বছর গ্রীষ্মে লন্ডনে শুরু হয় ‘ম্যান ভার্সেস বি’র শুটিং। এখন চলছে সিরিজটির শুটিং–পরবর্তী কাজ। সিরিজের বেশির ভাগ শুটিং হয়েছে উত্তর-পূর্ব লন্ডনের ছোট্ট শহর আইলসবারিতে। এ ছাড়া কিছু অংশের শুটিং হয় হার্টফোর্ডশায়ারের বোভিংডনে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শহরে ‘মিস্টার বিন’ এসেছে শুনে তাঁকে দেখতে গুণমুগ্ধরা সেখানে ছুটে যায়।

‘ম্যান ভার্সেস বি’ ১০ পর্বের সিরিজ, যার প্রতিটি পর্বের দৈর্ঘ্য ১০ মিনিট। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন রোয়ান অ্যাটকিনসন। ‘মিস্টার বিন’ ও ‘জনি ইংলিশ’ চরিত্রে অভিনয়ের জন্য বিপুল জনপ্রিয় রোয়ান ছাড়াও নতুন এ সিরিজে অভিনয় করেছেন জুলিয়ান রিন্ড-টুট, উইলিয়াম ডেভিস প্রমুখ। সিরিজটি পরিচালনা করছেন ডেভিড কের। আগামী ২৪ জুন নেটফ্লিক্সে মুক্তি পাবে সিরিজটি।

এর আগে রোয়ান অ্যাটকিনসনকে দেখা গেছে চলচ্চিত্র সিরিজ ‘জনি ইংলিশ’-এ। ৬৭ বছর বয়সী এই অভিনেতার জন্ম যুক্তরাজ্যে। তিনি তিন সন্তানের বাবা।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!