Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ২০, ২০২৩

বিরাট নেতৃত্বে বাঙ্গালোরের জয়।বলে দাপট সিরাজের

আরম্ভ ওয়েব ডেস্ক
বিরাট নেতৃত্বে বাঙ্গালোরের জয়।বলে দাপট সিরাজের

আগের ম্যাচে দুরন্ত লড়াই করেও চেন্নাই সুপার কিংসের কাছে ৮ রানে হারতে হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরকে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘুরে দাঁড়ালেন বিরাট কোহলিরা। পাঞ্জাবের বিরুদ্ধে ২৪ রানে জয় তুলে নিল বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৭৪/‌৪ তোলে বেঙ্গালুরু। জবাবে ১৮.‌২ ওভারে ১৫০ রানে শেষ পাঞ্জাব কিংসের ইনিংস। দুরন্ত বোলিং করে ২১ রানে ৪ উইকেট তুলে নিয়ে বেঙ্গালুরুকে জেতান মহম্মদ সিরাজ।
কাঁধে চোটের জন্য এদিনও খেলতে পারেননি পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান। টস জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ব্যাট করতে পাঠান পাঞ্জাব কিংসের ভারপ্রাপ্ত অধিনায়ক সাম কারেন। দারুণ শুরু করেছিলেন কোহলি ও ডুপ্লেসি। ওপেনিং জুটিতে তোলেন ১৩৭। চলতি আইপিএলে এই নিয়ে তৃতীয়বার সেঞ্চুরির পার্টনারশিপ দুজনের। ১৬ তম ওভারের প্রথম বলে কোহলিকে তুলে নেন হরপ্রীত ব্রার।  ৪৭ বলে ৫৮ রান করেন কোহলি। পরের বলেই ম্যাক্সওয়েলকেও (‌০)‌ তুলে হরপ্রীত। ১৭.‌৩ ওভারের মাথায় ডুপ্লেসিকে ফেরান নাথান এলিস। ৫৬ বলে ৮৪ রান করে আউট হন ডুপ্লেসি।
দীনেশ কার্তিকও ব্যর্থ। ৫ বলে ৭ রান করে তিনি অর্শদীপ সিংয়ের বলে আউট হন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স। মহীপাল লোমরোর ৯ বলে ৭ ও শাহবাজ আমেদ ৩ বলে ৫ রান করে অপরাজিত থাকেন। ৩১ রানে ৩ উইকেট নেন। ১টি করে উইকেট নেন অর্শদীপ সিং ও নাথান এলিস।

জয়ের জন্য ১৭৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাঞ্জাব কিংস। অথর্ব তাইডে (‌৪)‌ ব্যর্থ। তৃতীয় ওভারের প্রথম বলে ম্যাথু শটকে (‌৮)‌ বোল্ড করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। পরের ওভারেই লিয়াম লিভিংস্টোনকে (‌২)‌ ফেরান সিরাজ। ষষ্ঠ ওভারে হরপ্রীত সিং (‌১৩)‌ রান আউট হন।  ৪৩ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাঞ্জাব কিংস। সেখান থেকে আর বেরিয়ে আসতে পারেনি। সাম কারেনও (‌১০)‌ ব্যর্থ। লড়াই করেন প্রভসিমরন সিং (‌৩০ বলে ৪৬)‌। শেষ দিকে আক্রমণাত্মক ব্যাটিং করে পাঞ্জাবকে লড়াইয়ে ফিরিয়েছিলেন জিতেশ শর্মা। কিন্তু তাঁর প্রয়াস ব্যর্থ হয়। ২৭ বলে ৪১ রান করে তিনি আউট হন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!