- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জানুয়ারি ১০, ২০২৩
অস্কার তালিকায় দ্য কাশ্মীর ফাইলস, ছবির টিমকে সুকান্তের শুভেচ্ছা

অস্কার জয়ের প্রতিযোগিতায় ছুটছে বিতর্কিত কাশ্মীর ফাইলস। ৩০১ টি বাছাই ছবির তালিকায় জায়গা পেল ছবিটি। টুইট করে জানালেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ছবির টিমকে টুইটারে শুভেচ্ছা জানালেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
২৩ মার্চ অস্কারের অনুষ্ঠান। ২৪ জানুয়ারি মনোনয়নযোগ্য ছবির তালিকা ঘোষণা করবে অস্কার আকাদেমি। শুধু দ্য কাশ্মীর ফাইলস নয়, বাছাই ছবি হিসেবে অন্তর্ভূক্ত হয়েছে এস এস রাজামৌলির ‘আরআরআর’, সঞ্জয় লীলা বনশালীর ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’, ঋষভ শেট্টির ‘কান্তারা’, প্যান নলিনের ‘চেলো শো’। একাধিক মারাঠি ও কন্নড় ছবিকে অফিসিয়াল এন্ট্রির জন্য পাঠিয়েছে ভারত সরকার। দ্য কাশ্মীর ফাইলস বার বার বিতর্কের শীর্ষে উঠে এসেছে।এটি ছবি না প্রোপ্যাগান্ডা এ প্রশ্নও তুলেছেন কেউ কেউ। প্রথম সারির ভারতীয় পরিচালক আর চলচ্চিত্র সমালোচকরা দ্য কাশ্মীর ফাইলস নিয়ে খুশি নন। সরকার পক্ষ এই নির্দিষ্ট ছবির আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করছে, এরকম জিজ্ঞাসা অবশ্য বিরল নয়।
❤ Support Us