- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- এপ্রিল ১৩, ২০২২
রুদ্রপ্রসাদ থেকে সত্যম, সম্বরণ। নববর্ষে, ভারতীয় ডাকটিকিটে বাংলার ৭ প্রতিভা।

শ্বাশত বঙ্গের বর্ষবরণ উৎসবকে ঘিরে, বহুমাত্রিক সংস্কৃতি, রাজনীতি ও খেলার ৭ প্রতিভাকে সম্মান জানাচ্ছে ভারতীয় ডাকবিভাগ। আজ বুধবার, বিশেষ অনুষ্ঠানে, মনোনীত গুণীদের ছবিসহ ডাকটিকিট প্রকাশিত হবে। সম্মান প্রাপ্তদের তালিকায় আলো ছড়াবেন নাট্যকার আর মঞ্চাভিনেতা রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, তবলা শিল্পী তন্ময় বোস, বিদগ্ধ রাজনীতিক শোভনদেব চট্টোপাধ্যায়, জাদু রচনার বিশ্ববিশ্রুত স্রষ্টা পিসি সরকার, অভিনেত্রী ইন্দ্রাণী হালদার, ক্রিকেট-মেধা সম্বরণ ব্যানার্জি এবং শিক্ষা আর শিল্পের বর্ণোজ্জ্বল কারিগর সত্যম রায়চৌধুরী।বুধবার, বিকেল ৪ টেয় বিশেষ অনুষ্ঠানে , জিপিও ভবনে হৃদয়ে হৃদয় ছড়িয়ে মিলিত হবেন শহরের সুপরিচিত নাগরিকরা, আর প্রাক নববর্ষের উচ্ছ্বাসমুখর এই মহালগ্নের সাক্ষী হয়ে থাকবেন পোস্ট মাস্টার জেনারেল থেকে জিপিও-র সব স্তরের প্রতিনিধিরা। চির নতুনের আসন্ন আগমনকে স্বাগত জানাতে এই যে আয়োজন, সে আয়োজনের রূপকার দীপাঞ্জন ঘোষ আর প্রীতম সরকারের সুরচিত ব্যস্ততার সামনে ক্লান্তি, গরমের উসখুস আজ পরাভূত। বিধ্বস্ত ।
❤ Support Us