Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মে ২৩, ২০২৪

রুক্মিণীর ‘বুমেরাং’ ! ‘আউট অফ দ্য বক্স’ অবতারে তাজ্জব নেট দুনিয়া

আরম্ভ ওয়েব ডেস্ক
রুক্মিণীর ‘বুমেরাং’ ! ‘আউট অফ দ্য বক্স’ অবতারে তাজ্জব নেট দুনিয়া

রুক্মিণী মৈত্র, বর্তমানে টলি পাড়ায় খুব পরিচিত একটা নাম। তাঁর সাবলীল অভিনয়ে মুগ্ধ করেছেন বাংলা ছবির দর্শকদের। তবে অভিনয়ের থেকেও , ‘সুপার স্টার’ দেবের বান্ধবী বলেই তাঁকে বেশি চেনে মানুষ। কিন্তু সুন্দরী অভিনেত্রী রুক্মিণীর এ কোন অবতার দেখা দিল সমাজমাধ্যমে !

জীবনানন্দ দাস লিখেছিলেন , ‘চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা ।’ বাঙালি প্রেমিক পুরুষ প্রিয়তমার আলুলায়িত কেশে নিজের ‘সর্বনাশ’ দেখে থাকে আবহমান কাল থেকে। রুক্মিণী মৈত্র সেই  সর্বনাশের আশায় জল ঢেলে দিয়ে , নিজের যে ছবিটি প্রকাশ করেছেন তা দেখে আঁতকে উঠবে আবালবৃদ্ধবণিতা । অভিনেত্রী সম্পূর্ণ মুণ্ডিত মস্তক, নীল রহস্যভরা চোখে তাকিয়ে আছেন দর্শকের দিকে। টেকনোলোজির যুগের মানুষ মাত্রেই বলবে, এ তো কৃত্রিম বুদ্ধিমত্তার অবদান। কিন্তু সে জল্পনায় জল ঢেলেছেন রুক্মিণী নিজেই। জানিয়েছেন এ সব রূপটান শিল্পী নিশার অবদান। এখানে AI- এর কোনো কৃতিত্ব নেই।   তিন ঘণ্টার এক টানা কষ্টের পর তাঁর এই যন্ত্রমানবী রূপ এনে দিয়েছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by RUKMINI MAITRA 💫 (@rukminimaitra)

মুক্তি পেতে চলেছে পরিচালক শৌভিক কুণ্ডুর ছবি ‘বুমেরাং।’ সেখানে দ্বৈত চরিত্রে থাকছেন রুক্মিণী। একটি মানুষের, অন্যটি রোবটের। তাঁর এই ‘মুণ্ডিতমস্তক’ রূপ  রোবটের চরিত্রের জন্যই। অভিনেত্রী জানাচ্ছেন, একদিন পরিচালক এসে আমাকে এই প্রস্তাবটা দিল। আমি শুনে অবাক হয়ে পালটা প্রশ্ন করলাম, ‘মেইনস্ট্রিম নায়িকাকে তোমরা ন্যাড়া দেখাবে? এটা আদৌ থাকবে সিনেমায়?’ আমি বরাবরই, আউট অব দ্য বক্স কিছু করতে ভালোবাসি। তাই তখনই রাজি হয়ে যাই।’ উচ্ছ্বসিত অভিনেত্রী বললেন, ‘নিজেকে একেবারে বিদেশি সুপার মডেল লাগছিল।  কত যে ছবি তুলিয়েছি সেদিন !’

রুক্মিণীর কেরিয়ারের বড় মাইলস্টোন হতে চলেছেন ‘বুমেরাং।’ তার কারণ এই প্রথমবার তিনি দ্বৈত চরিত্রে দেখা দেবেন। তাঁর বিপরীতে থাকছেন অভিনেতা জিত।ছবিতে জিতের সাথে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন তিনি । শুক্রবার ট্রেলার মুক্তির আগে , তাঁর ইন্সটাগ্রামে প্রকাশিত অবতার দেখে পরিচালক বিরসা দাসগুপ্ত কমেন্ট করেছেন, ‘বলড অ্যান্ড বিউটিফুল’। আগামী ৭জুন বড়পর্দায় মুক্তি পাবে ‘ বুমেরাং।’ তার আগে রিলিজ হয়েছে ছবির একটি গান ‘যা ঘটবে সেটাই বুমেরাং হয়ে ফিরে আসবে।’ এখন অপেক্ষা জুন মাসের প্রথম সপ্তাহের।   পরিচালক , প্রয়োজকের দিকে ছবিটি কতটুকু বুমেরাং হয়ে ফিরবে , সেদিকেই তাকিয়ে থাকা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!