Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • ডিসেম্বর ১১, ২০২৪

তালিবান সরকারকে স্বীকৃতি। রুশ সংসদে আইন পাসের পক্ষে ভোট

আরম্ভ ওয়েব ডেস্ক
তালিবান সরকারকে স্বীকৃতি। রুশ সংসদে আইন পাসের পক্ষে ভোট

অবশেষে আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দিতে চলেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার সংসদের নিম্নকক্ষ ডুমায় আফগানিস্তানের ব্যাপারে একটা আইন পাসের পক্ষে ভোট দিয়েছেন আইনপ্রণেতারা। সেই আইন কার্যকর হলে রাশিয়ার নিষিদ্ধ সন্ত্রাসবাদীর তালিকা থেকে বাদ যাবে তালিবানদের নাম। স্বীকৃতি পাবে তালিবান সরকার।

২০২১ সালে আফগানিস্তানের মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশের দায়িত্বভার তুলে নেয় তালিবানরা। তালিবানরা ক্ষমতায় আসার পর আফগানিস্তানে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। এরপর সেখান থেকে সৈন্য সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় পশ্চিমী দেশগুলি। সেনা প্রত্যাহারের পর তালিবান সরকারকে কোনও দেশই স্বীকৃতি দেয়নি। বিশ্বের দরবারে কোনঠাসা হয়ে পড়ে তালিবান সরকার। পশ্চিমী সেনা সরে যাওয়ার পর রাশিয়া তালিবান সরকারের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলে। এবছর জুলাইয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আফগানিস্তানের তালিবান সরকারকে মিত্র বলে ঘোষণা করেন।

যদিও বিশ্ব দরবারে কোনও দেশই তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি। এর প্রধান কারণ মহিলাদের ব্যাপারে তালিবানদের কঠোর সিদ্ধান্ত। তালিবানরা ক্ষমতায় আসার পর মেয়েদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি পুরুষ অবিভাবক ছাড়া ঘরের বাইরে বার হওয়াও নিষিদ্ধ। তালিবানদের এই কঠোর নীতি বিশ্বের অন্যান্য দেশ মেনে নেয়নি। ফলে তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি।

যদিও রাশিয়ার সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক অতীতে মধুর ছিল না। ১৯৭৯ সালে আফগানিস্তানে হামলা চালিয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় মুজাহিদিন যোদ্ধারা সোভিয়েত সেনার সঙ্গে দীর্ঘদিন লড়াই করেছিল। ১৯৮৯ সালে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেন। তত দিনে আফগান যুদ্ধে প্রায় ১৫ হাজার সোভিয়েত সেনা প্রাণ হারিয়েছিলেন।

এবছর মার্চে মস্কোয় এক কনসার্টে বন্দুকধারীদের হামলায় ১৪৫ জন নিহত হন। ইসলামিক স্টেট (আইএস) সেই হামলার দায় স্বীকার করে। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছিল, ওই হামলার পেছনে আইএসের আফগান শাখা জড়িত। তালিবান সরকার দাবি করেছে, আফগানিস্তান থেকে আইএস নির্মূল করার ব্যাপারে তারা কাজ করছে। আফগানিস্তান থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত রাশিয়ার ওপরও নানারকম হুমকি রয়েছে। সবদিক বিচার করেই আফগানিস্তানকে পাশে পেতে চাইছে রাশিয়া। তাই তালিবান সরকারকে স্বীকৃতি দিতে চলেছে। ‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!