- প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ১২, ২০২২
রুশ সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত, কাজাখস্তানে নতুন প্রধানমন্ত্রী। চাপে প্রেসিডেন্ট তোকায়েভ।
গণবিক্ষোভের চাপে সরকার পতনের এক সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট কাশিম জোমার্ত তোকায়েভ নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করার প্রস্তাব দিয়েছেন।মঙ্গলবার আলজাজিরার খবর, ভূতপূর্ব সরকারের উপ-প্রধানমন্ত্রী আলিখান এসমাইলভ (৪৯) কে নতুন প্রধানমন্ত্রী মনোনীত করেছেন প্রেসিডেন্ট তোকায়েভ। তাঁকে নিয়োগের পরপরই প্রেসিডেন্ট জানান, রাশিয়ার নেতৃত্বাধীন সামরিক জোটের সেনা তাদের উদ্দেশ্য পূরণের পর ২ দিনের মধ্যে কাজাখস্তান ত্যাগ করবে এবং ১০ দিনের মধ্যে তাঁদের প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হবে।
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে কাজাখস্তানে সপ্তাহব্যাপী নিরাপত্তাকর্মী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে হতাহত সংখ্যা ব্যাপক । সম্প্রতি সরকার ভেঙে দেন প্রেসিডেন্ট। কাজাখস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হিংস্র আন্দোলনের সময়ে আটক করা হয়েছে অন্তত ১০ হাজার বিক্ষোভকারীকে।
বিক্ষোভ দমনে প্রেসিডেন্ট তোকায়েভের অনুরোধে দুই হাজারের বেশি সেনা পাঠায় রাশিয়া। যা নিয়ে ব্যাপক আলোড়ন ওঠে বিশ্বজুড়ে। এবার বাধ্য হয়ে রুশ সেনা প্রত্যাহার ও নতুন প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত জানালেন তোকায়েভ । তাঁর এই সিদ্ধান্তে বিদ্রোহ কতটা থামবে, বলা কঠিন । আপাত দূষ্টিতে জ্বালানির মূল্যবূদ্ধি গণবিক্ষোভের কারণ হলেও, তোকায়েভের ক্ষমতাবলয়ের বিরুদ্ধেই জনতা রাস্তায় নেমেছে । হয় তোকায়েভকে সরতে হবে, নয়ত আড়ালের ক্ষমতাধরদের নিয়ন্ত্রণে আনতে হবে । তোকায়েভের পক্ষে এটা সম্ভব নয় । তাই বিক্ষোভ অবদমিত হলেও তার আগুন ধিকধিক জ্বলতে থাকবে ।
❤ Support Us