Advertisement
  • এই মুহূর্তে
  • মার্চ ২৫, ২০২২

ইউক্রেন দখল করতে ডেডলাইন বেঁধে দিলেন পুতিন!

আরম্ভ ওয়েব ডেস্ক
ইউক্রেন দখল করতে ডেডলাইন বেঁধে দিলেন পুতিন!

রুশ-ইউক্রেন যুদ্ধ দেখতে দেখতে ১ মাস পূর্ণ হয়েছে। ঝড়েছে অনেক রক্ত, ভেঙেছে বহু বাড়ি, গুড়িয়েছে কতশত বিল্ডিং, শূন্য হয়েছে কত মায়ের কোল। রক্তক্ষয়ী এই লড়াই কবে থামবে? এই নিয়ে নানা গুঞ্জনের মাঝেই ‘দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট’-এর দাবি, রুশ সেনাবাহিনীকে মস্কো প্রশাসনের নির্দেশ, যে করেই হোক ৯ মে’র মধ্যেই ইউক্রেন দখল করতেই হবে।কিন্তু কেন ৯ মে? আসলে ওইদিনই নাৎসি জার্মানিকে পরাজিত করছিল ইউক্রেন। সেই ইতিহাসের মাইলফলককে মাথায় রেখেই তার মধ্যেই এবারের যুদ্ধও শেষ করতে চান পুতিন।জানা গেছে কিয়েভের ওই সংবাদমাধ্যমের দাবি, ইউক্রেনের সেনাবাহিনীর গোয়েন্দা দপ্তর জানতে পেরেছে রুশ সেনাকে জানিয়ে দেওয়া হয়েছে যুদ্ধ শেষ করতেই হবে মে মাসের নয় তারিখের মধ্যে। আসলে বরাবরই ইউক্রেন হামলাকে ‘নব্য নাৎসি’ মুক্ত করার প্রকল্প হিসেবে প্রচার করতে দেখা গিয়েছে পুতিনকে। সেই হিসেবে তিনি ইউক্রেন প্রশাসনকে নাৎসিদের সঙ্গেই তুলনা করেছেন। এই যুদ্ধকে আরও একবার নাৎসিদের হারানোর লক্ষ্য বলেই বোঝাতে চেয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি সোভিয়েত ইউনিয়নের হামবুর্গের উপরে বোমাবর্ষণের সঙ্গে খারকভে রুশ সেনার হামলার তুলনা করেছিল খোদ ইউক্রেনই। যার পরে বিদ্রুপের শিকার হতে হয়েছিল কিয়েভকে। প্রশ্ন উঠেছিল, তাহলে কি ‘নাৎসি জার্মানি’ই আজকের ইউক্রেন? প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। মুখে পুতিন বাহিনীকে হুঁশিয়ারি দিলেও সরাসরি যুদ্ধক্ষেত্রে ফৌজ পাঠাতে অস্বীকার করে আমেরিকা ও ন্যাটো। তাদের আশঙ্কা ইউক্রেনে সেনা পাঠালে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে ন্যাটো। অর্থাৎ ময়দানে জেলেনস্কিকে একাই বিশাল রুশ বাহিনীর সঙ্গে লড়াই করতে হচ্ছে। আর ইউক্রেনের সেনার জন্য পরিস্থিতি যে ক্রমে জটিল হয়ে উঠছে তা স্পষ্ট। তবুও ইউরোপের বহু দেশের রাষ্ট্র নায়কদের বারবার জেলেনোস্কি আর্তি আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন । পরিস্থিতি যে দিনে দিনে জটিল থেকে জটিলতম হয়ে উঠছে তার পূর্বাভাস পেয়েই ইউক্রেনের প্রেসিডেন্ট সরাসরি পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছেন যদিও মস্কোর তরফ থেকে এ ব্যাপারে কোনোও আগ্রহ প্রকাশ করতে দেখা যায় নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!