- এই মুহূর্তে দে । শ
- মে ২০, ২০২৩
ওবামা সহ ৫০০ আমেরিকানের রাশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা। মার্কিন পদক্ষেপের পাল্টা জবাব, প্রতিক্রিয়া রুশ বিদেশ মন্ত্রকের

আমেরিকার ৫০০ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা জারি করল রাশিয়া। তালিকায় রয়েছেন ভূতপূর্ব রাষ্ট্রপতি বারাক ওবামা ছাড়াও রয়েছেন মার্কিন মুলুকের হুজ হু-রা। এই নির্দেশনামার পর সেদেশে উক্ত ব্যক্তিত্বরা আর প্রবেশ করতে পারবেন না। আমেরিকা সহ পশ্চিম দেশগুলোর রুশ বিরোধী অবস্থানের পরিপ্রেক্ষিতে ক্রেমলিনের এ সিদ্ধান্ত বলে মনে করছে আন্তর্জাতিক মহল।
শুক্রবার রাশিয়ার বিদেশ মন্ত্রক বিবৃতি জারি করে বলেছে, । যে সব মার্কিন নাগরিক রুশবিরোধী মনোভাব পোষণ করেন এবং তার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাঁদের রাশিয়ায় প্রবেশ আটকানো হল। অন্তত ৫০০ প্রখ্যাত আমেরিকান ব্যক্তিত্ব রয়েছেন এ তালিকায়। তার মধ্যে ভূতপূর্ব প্রাক্তন রাষ্ট্রপতি ছাড়াও রয়েছেন জনপ্রিয় টিভি উপস্থাপক স্টিফেন কোলবার্ট, জিমি কিমেল এবং শেথ মেয়ার্স রয়েছেন। আরও রয়েছেন সিএনএনের উপস্থাপক ইরিন বুরনেট, উপস্থাপক র্যাচেল ম্যাডো। এছাড়াও কয়েকজন সিনেটর ও কংগ্রেসম্যানকেও এতালিকায় রাখা হয়েছে।
রুশ বিদেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক কালে জো বাইডেন প্রশাসনের একাধিক রুশ বিরোধী নিষেধাজ্ঞার পালটা প্রতিক্রিয়ায় আমেরিকার কয়েকজন তাবড় তাবড় ব্যক্তিত্বকে রাশিয়ার ভূখণ্ডে প্রবেশ আটকানো হল। পররাষ্ট্রমন্ত্রক থেকে একটি বিবৃতি জারি করে বলেছে, ওয়াশিংটনের বহু আগেই বোঝা উচিত ছিল, রাশিয়ার বিরুদ্ধে কোনো বিদ্বেষমূলক পদক্ষেপ নিলে রাশিয়াও কিন্তু তার পাল্টা জবাব দিতে পারে। যাঁদের নিষেধাজ্ঞা ওপর জারি করা হল, তাঁদের প্রত্যেকের অপরাধ ঠিক কী তা স্পষ্ট করে অবশ্য জানায়নি ক্রেমলিন। মূলত প্রতিশোধস্পৃহা থেকে এ পদক্ষেপ নিল মস্কো। ইউক্রেন যুদ্ধের ভবিষ্যত অনিশ্চিত। তার আগে নিষেধাজ্ঞার পাল্টা নিষেধাজ্ঞা ক্রেমলিন-হোয়াইট হাইউসের দূরত্ব আরো বাড়াল।
❤ Support Us