Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ২৮, ২০২২

‘রাতভর’ চলেছে কামানের গোলাবর্ষণ, পরবর্তী ২৪ ঘণ্টা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ- জেলেনস্কি ।

আরম্ভ ওয়েব ডেস্ক
‘রাতভর’ চলেছে কামানের গোলাবর্ষণ,  পরবর্তী ২৪ ঘণ্টা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ- জেলেনস্কি ।

রোববার পর্যন্ত ইউক্রেনের মানবাধিকার কমিশনার জানিয়েছেন যে, দেশটিতে এ পর্যন্ত ২১০ জন নিহত হয়েছে যার মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আজ পঞ্চম দিন । যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথে এক টেলিফোন আলাপে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি বিশ্বাস করেন যে, ইউক্রেন জুড়ে যুদ্ধ চলছে, এবং পরবর্তী ২৪ ঘণ্টা দেশটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। রুশ পারমাণবিক শক্তিকে ‘বিশেষ সতর্কাবস্থায়’ রাখতে আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ফলে নিহত বেসামরিক নাগরিকদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে । রোববার পর্যন্ত ইউক্রেনের মানবাধিকার কমিশনার জানিয়েছেন, দেশটিতে এ পর্যন্ত ২১০ জন নিহত হয়েছে যার মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে।

নিহতদের মধ্যে পলিনা নামে এক শিশু কন্যা ছিল যে রাজধানী কিয়েভের একটি প্রাথমিক বিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী ছিল। ইউক্রেন থেকে পালানো লোকের সংখ্যা এখন ৩,৬৮,০০০ ছাড়িয়েছে ।
সারা রাত ধরে চের্নিহিভে গোলা পড়েছে, যদিও শহরটিতে এখনো পর্যন্ত মাত্র একটি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরী পরিষেবা দপ্তর বলছে, বোমা হামলা শুরু হয় স্থানীয় সময় রাত দুইটার দিকে। সংস্থাটির মতে, রকেট একটি কিন্ডারগার্টেনের ভবনে আঘাত হানে, যার ফলে তাতে আগুন লেগে যায়।
সেন্ট্রাল মার্কেটের একটি দোকানের পাশাপাশি একটি পাঁচতলা আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনেও হামলা হয়েছে। এতে একজন নারী সামান্য আহত হয়েছেন।

রাশিয়ার ইউক্রেনে সামরিক অভিযান কিছুতেই থামছে না। ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি । যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে জোরকদমে চলছে ‘অপারেশন গঙ্গা’। ওই অভিযানের অন্তর্গত রবিবার রাতে ২৪৯ জন ভারতীয় নাগরিককে নিয়ে দেশে ফেরে একটি বিশেষ বিমান।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, রোমানিয়ার রাজধানী বুকরেস্ট থেকে ভারতীয় পড়ুয়া ও অন্য নাগরিকদের নিয়ে দিল্লি বিমানবন্দরে পৌঁছত পঞ্চম বিমান। সেখানেই ইউক্রেন ফেরত এক পড়ুয়া বলেছেন, ‘সরকার আমাদের প্রচুর সাহায্য করেছে। ভারতীয় দূতাবাসও সমস্ত সম্ভব চেষ্টা করছে। তবে সীমান্ত পেরনোটাই বড় সমস্যা। আমি আশা করছি সেদেশ থেকে সব ভারতীয়দের ফিরিয়ে আনা হবে। এখনও ইউক্রেনে ভারতের অনেক মানুষ আটকে আছে।’

রবিবার ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা জানান, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে ‘অপারেশন গঙ্গা’ শুরু করেছে কেন্দ্র সরকার। গতকাল একটি বিশেষ সংবাদ সম্মেলনে শ্রিংলা বলেছেন—রোমানিয়া ও হাঙ্গেরি থেকে বিমানে কয়েক হাজার ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে। আরও ১ হাজার নাগরিককে ইউক্রেন থেকে সড়কপথে বের করে আনা হয়েছে। যেহেতু ইউক্রেনের আকাশসীমা বন্ধ তাই পড়শি রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড ও স্লোভাকিয়া হয়ে ভারতীয়দের ফেরানোর কাজ চলছে।’

উল্লেখ্য, রবিবার যুদ্ধ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়ে দেন, ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানো ও তাঁদের সুরক্ষাকেই অগ্রাধিকার দেওয়া হবে। বৈঠকে ইউক্রেন পরিস্থিতি নিয়ে বিশদে আলোচনা হলেও সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে আটক ভারতীয়দের ফেরানো নিয়ে। ইউক্রেন সংলগ্ন দেশগুলির সঙ্গে যোগাযোগ রেখে কীভাবে দ্রুত সকলকে ফেরানো যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় রবিবাসরীয় এই বৈঠকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!