- এই মুহূর্তে দে । শ
- জুন ২৪, ২০২৩
রাশিয়ায় ‘সিপাহি বিদ্রোহ’! ভাড়াটে সেনার সঙ্গে নিয়মিত বাহিনীর মতবিরোধ। মস্কো অভিমুখে বিদ্রোহীরা । রুখতে মামলা দায়ের রুশ গুপ্তচর সংস্থার

গৃহযুদ্ধের কবলে কি পড়তে চলেছে মস্কো? ওয়াগনার গোষ্ঠীর বিক্ষোভের পর এমন সম্ভাবনা প্রবল হয়ে উঠছে রুশ রাজনীতিতে। ক্রেমলিন ইতিমধ্যেই বাহিনীর প্রধান প্রিগজিনকে বিদ্রোহী বলে ঘোষণা করেছে। তাঁর নেতৃত্বেই ইউক্রেনের একাধিক রণাঙ্গনে সাফল্য পেয়েছে রাশিয়া। এবার সরাসরি সরকারের বিরুদ্ধে প্রায় বিদ্রোহ ঘোষণা করল দেশের ভাড়াটে সেনা প্রধান । সমগ্র বিষয়টিকে খতিয়ে দেখছে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দেশের রাষ্ট্রপতি পুতিন। মামলা করা হয়েছে তাঁদের বিরুদ্ধে। নিরাপত্তা বাড়ানো হয়েছে মস্কোর।
শনিবার ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন ঘোষণা করেছে, যুদ্ধে রাশিয়ার পরাজয়ের জন্য চেষ্টা চালাবেন তাঁরা। দলের যোদ্ধারা রাশিয়ার সীমান্ত এলাকায় ঢুকেছে এবং মস্কোর সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে তাঁরা প্রস্তুত।। এই ঘোষণার পর রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে অতিরিক্ত রুশ সেনা মোতায়েন করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ভ্লাদিমির পুতিনকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চান প্রিগোজিন। তাঁর গতিবিধির ওপর নজর রাখছেন রুশ সেনার জেনারেলরা। ইতিমধ্যে রুশ গুপ্তচর সংস্থা এফএসবি প্রিগোজিনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে। দেশের রাজধানী পাশাপাশি, দক্ষিণ রাশিয়ার রস্টভ-অন-ডন শহরে বিশাল সংখ্যায় রুশ সেনা এবং জাতীয় রক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে।
প্রিগোজিন অবশ্য তাঁর লড়াইকে কোনো সামরিক অভ্যুত্থান বলতে চাননি। ওয়াগনার প্রধানের মতে, এটা কোনও সামরিক অভ্যুত্থান নয়। এটা ন্যায়ের মিছিল রাশিয়ার সেনা ও সরকারের বিরুদ্ধে ওয়াগনার প্রধানের ক্ষোভের কারণ ঠিক কী তা অবশ্য এখনও জানা যায়নি। তবে, ভাড়াতে সেনাদের ওপর সম্প্রতি রুশ ক্ষেপনাস্ত্রের হামলা নিয়ে নিজেদের অসন্তোষের কথা সম্প্রতি জানিয়েছিলনে প্রিগোজিন। সেকারনেই হয়তো দেশের সরকার ও সামরিক নেতৃত্বের বিরুদ্ধে রণং দেহী মূর্তি ধারণা করেছেন ওয়াগনার প্রধান। একটি অডিও বার্তায় তিনি বলেছেন, আমরা এর শেষ দেখে ছাড়ব। সমস্ত কিছুকে ধ্বংস করে দেব। সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি। রুশ জনতার উদ্দেশে তাঁর আবেদন তাঁরাও যেন এ লড়াইয়ে তাঁদের পাশে থাকেন। ওয়াগনারদের হাতে ২৫,০০০ সৈন্য এখনও পর্যন্ত রয়েছে। তা নিয়েই এগিয়ে চলেছে তাঁরা।
❤ Support Us