Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১৭, ২০২৩

পুতিনের আত্মতৃপ্তি। মস্কোকে গায়ের জোরে হারানো অসম্ভব। আক্রান্ত হলেই তবে পরমাণু অস্ত্রে জবাব দেবে ক্রেমলিন

আরম্ভ ওয়েব ডেস্ক
পুতিনের আত্মতৃপ্তি। মস্কোকে গায়ের জোরে হারানো অসম্ভব। আক্রান্ত হলেই তবে পরমাণু অস্ত্রে জবাব দেবে ক্রেমলিন

ইউক্রেন যুদ্ধে ভ্লাদিমির পুতিনকে সমর্থন জানানোর পুরস্কার পেল বেলারুশ। রাষ্ট্রপতি জানিয়েছেন, কৌশলগত পদক্ষেপ হিসেবে লুকাশেঙ্কো সরকারকে রুশ পারমাণবিক অস্ত্রের একাংশ পাঠানো হয়েছে। সেই সঙ্গে, পশ্চিমি রাষ্ট্রবর্গকে স্মরণ করিয়ে দিলেন, জোর করে রাশিয়াকে হারানো সম্ভব নয়। জেলেনেস্কি সরকারের প্রতি মার্কিন সহ অন্যান্য ইউরোপীয় শক্তির সমর্থন যে তিনি ভালোভাবে নিচ্ছেন না তা এর একবার জনসমক্ষে জানালেন রাশিয়ার রাষ্ট্রপতি।

শুক্রবার সেন্ট পিটার্স বার্গে অর্থনীতি বিষয়ক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন ভ্লাদিমির পুতিন। সেখানে তিনি বেলারুশে পারমাণবিক অস্ত্রের একাংশ পাঠানোর কথা জানিয়ে বলেন, প্রয়োজন পড়লে এ অস্ত্র ব্যবহার করবে রাশিয়া। আপাতত প্রথম দফার হাতিয়ার সরবরাহ সম্পন্ন হয়েছে। তবে গ্রীষ্মের মধ্যে বা এ বছরের শেষে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে চান তাঁরা। ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রশ্নের উত্তরে বলেন, কিয়েভ বিপর্যস্ত। তাঁদের দেশের সেনার বিরুদ্ধে কিয়েভের জয়লাভের কোনো সম্ভাবনা নেই ।

রুশ অস্ত্র সাহায্য পেয়ে আপ্লুত বেলারুশ। প্রেসিডেণ্ট লুকাশেঙ্কো জানিয়েছেন, যে সমস্ত বোমা ও ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে তা হিরোশিমায় ব্যবহৃত অস্ত্রের থেকেও তিন গুণ শক্তিশালী। এক্ষেত্রে বলা দরকার, চলতি বছরের গোড়ায় বেলারুশে পরমাণু অস্ত্র পাঠানোর  পরিকল্পনার কথা ঘোষণা করেছিল ক্রেমলিন। প্রতিবাদ জানিয়েছিল আমেরিকা-সহ নেটোর সদস্য দেশগুলি ।  পাল্টা প্রতিক্রিয়ায়   পুতিন বলেছিলেন, বেলারুশের মাটিতে পরমাণু অস্ত্র মজুত করা হলেও তার নিয়ন্ত্রণ থাকবে মস্কোর হাতেই। তাঁর দাবি, এতে  কোনও ভাবেই ‘আন্তর্জাতিক পরমাণু অস্ত্র সংবরণ’ নীতি লঙ্ঘন হবে না। যে  অভিযোগের তীরে মস্কোকে বিদ্ধ করা হয়েছে, পূর্বে সে কাজই করেছে আমেরিকা।  এ নতুন কিছু না। তাই হোয়াইট হাউসের দাবি ভিত্তিহীন।নব্বইয়ের দশকে  রাশিয়ার বহু দেশে অস্ত্র সম্ভার মজুত করা থাকত। সোভিয়েত ভেঙে যাওয়ার পর, সে নীতি থেকে সরে আসে  রাশিয়া।   ইউক্রেন যুদ্ধের আবহে নিজের পুরাতন স্বরূপেই ফিরতে চাইছে মস্কো। নেপথ্যে রয়েছে কোন অভিসন্ধি তা এখনও স্পষ্ট নয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!