Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জুন ৮, ২০২৪

মাটির উদযাপনে সাজছে লাদাখ। প্রস্তুতি শুরু এশিয়ার উচ্চতম নিসর্গ প্রদর্শনীর

আরম্ভ ওয়েব ডেস্ক
মাটির উদযাপনে সাজছে লাদাখ। প্রস্তুতি শুরু এশিয়ার উচ্চতম নিসর্গ প্রদর্শনীর

৩৬০০ মিটার উচ্চতায়, হিমালয়ের কোলে উদযাপিত হতে চলেছে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ল্যান্ড আর্ট প্রদর্শনী। ইভেন্টের নাম ‘সা লাদাখ,’ লাদাখের স্থানীয় ভাষায় ‘সা’ শব্দের অর্থ মৃত্তিকা বা মাটি।

পরিবেশ আর স্থানীয় সংস্কৃতির প্রতি অনুরাগকে সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই এই প্রদর্শনীর লক্ষ্য । ২০২৩ সালের আগস্টে সা লাদাখ প্রথম অনুষ্ঠিত হয়। বৃহত্তর ভারত ও সারা বিশ্বের শিল্পীরা ডিস্কো ভ্যালিতে একত্র হয়েছিলেন এবং অনুষ্ঠানের অংশগ্রহণ করেছিলেন।

শিল্পী রাকি নিকাহেতিয়া, স্থানীয় ডিজাইনার সাগরদীপ সিং এবং একজন লাদাখি রক ক্লাইম্বার তেনজিং জামিয়াং এই প্রদর্শনীর তত্ত্ববধান করবেন। এ বছর স্থানীয় সম্প্রদায়ের সহযোগিতায় নবায়নযোগ্য, বাতিল ও পুনঃব্যবহারযোগ্য উপকরণ থেকে তৈরি বিভিন্ন ভাস্কর্য এবং শিল্প প্রদর্শিত হবে।

সা লাদাখ, লাদাখ আর্টস অ্যান্ড মিডিয়া অর্গানাইজেশন (LAMO) এবং রয়্যাল এনফিল্ড বাইক নির্মাতা সংস্থা একটি রেসিডেন্সি প্রোগ্রাম শুরু করেছে। যেখানে একজন টেক্সটাইল শিল্পী লাদাখের স্থানীয় সম্প্রদায়ের বয়ন পদ্ধতি ব্যবহার করে জলবায়ু-সচেতন, টেক্সটাইল-ভিত্তিক ল্যান্ড আর্ট প্রকল্প তৈরি করবে।গবাদি পশুর যত্ন এবং ফাইবার সংগ্রহ থেকে শুরু করে উলের কাপড় বোনার প্রশিক্ষনের ব্যবস্থাও থাকেব সেখানে।পাশাপাশি লাদাখি নৃত্য, লোক গানকে নিয়েও করা হবে কর্মশিবির । সেখানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি উপস্থিত থাকবে দেশের অন্যান্য প্রদেশের শিল্পীরাও।শিবির পরিচানার দায়িত্বে থাকবে ওমাগিও পারফরমিং কোম্পানি। লাদাখি নৃত্য শিল্পী ও ওমাগিও শিল্পীদের যৌথভাবে একটি নৃত্য প্রদর্শনও করা হবে বলে জানা গেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!