Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১১, ২০২৩

কালীপুজোয় “আনন্দ থাকুক, আতঙ্ক নয়”, আবেদন সবুজ মঞ্চের

আরম্ভ ওয়েব ডেস্ক
কালীপুজোয় “আনন্দ থাকুক, আতঙ্ক নয়”, আবেদন সবুজ মঞ্চের

আনন্দ উৎসব কখনোই কোনও মানুষের বিষাদের কারণ হতে পারে না। তাই কালীপুজোর বাজির শব্দে মানুষকে বন্দি শ্রোতা হয়ে থাকার বিরোধিতা করছে পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন সবুজ মঞ্চ। বাজির শব্দসীমা বাড়ল কার স্বার্থে? এই দাবিতে সবুজ মঞ্চের তরফে কলকাতা প্রেস ক্লাবে শুক্রবার সাংবাদিক সম্মেলন থেকে কিউআর কোড ছাড়া বাজি কি ভাবে বাজারে বিক্রি হচ্ছে সেই প্রশ্ন তুলে এই বিষয়ে সিবিআই তদন্তের দাবি জানান সবুজ মঞ্চের সাধারণ সম্পাদক নব দত্ত। পাশাপাশি সবুজ মঞ্চের অর্গানাইজিং সেক্রেটারি দেবাশীষ রায় বলেন, সিগেরেটের প্যাকেটের গায়ে যদি বিধিবদ্ধ সতর্কীকরণ হিসেবে লেখা থাকতে পারে ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এটা ক্যান্সারের কারণ, তাহলে বাজির বাক্সের উপর কোনও বিধিবদ্ধ সতর্কীকরণ থাকবে না কেন? বাজিতে সিগারেটের তুলনায় অনেক বেশি মানুষ অনেক কম সময়ে দূষণজনিত শারীরিক সমস্যায় পড়েন।

সাংবাদিক সম্মেলনে শব্দ বাজির শব্দ মাত্রা ৯০ থেকে ১২৫ ডেসিবেল করে দেওয়ার বিষয়টি উল্লেখ করে সবুজ মঞ্চের তরফে সরকারের সমালোচনা করে বলা হয়, সরকারের এই শব্দ মাত্রা বৃদ্ধির সিদ্ধান্ত থেকে বোঝা যাচ্ছে সরকার আর আমাদের সুরক্ষা দেবে না। শব্দ মাত্রা নিয়ন্ত্রণ কঠোর করার ক্ষেত্রে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে জাতীয় পরিবেশ আদালত ২০১৭ সালের ২২ মার্চ বিপুল ক্ষমতা দিয়েছে। এর পরেও পর্ষদ কি কারণে ১২৫ ডেসিবেল শব্দ মাত্রা একতরফা ভাবে ঘোষণা করে দিল এই প্রশ্ন তুলেছে সবুজ মঞ্চ। সবুজ মঞ্চের দাবি, আনন্দ থাকুক, আতঙ্ক নয়। প্রতি বছরের মতো এই বছর কালীপুজোর দিন সন্ধ্যা থেকে সবুজ মঞ্চের পরিবেশ আন্দোলনের কর্মীরা রাস্তায় থাকবেন, শব্দ মাত্রা কোথায় কোথায় মানুষের সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং কোথায় কতটা দূষণ ছড়াচ্ছে সেই বিষয়ের উপর নজরদারি চালাবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!