- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ১১, ২০২৩
গত সরকারের গাফিলতির তদন্তের দাবিতে জয়পুরে শচীনের অনশন । বেকায়দায় গেহলট, দলবিরোধী পদক্ষেপ অভিমত কংগ্রেসের

রাজস্থানের কংগ্রেসশাসিত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জয়পুরে অনশনে বসেছেন কংগ্রেস নেতা শচীন পাইলট। স্বভাবতই এর জেরে রাজস্থানের কংগ্রেসশাসিত সরকার পড়েছে বিপাকে। গতকাল রাতে শচীন পাইলট মঙ্গলবার তাঁর অনশন কর্মসূচি ঘোষণা করা পরে প্রদেশ কংগ্রেসের তরফে জানানো হয়, শচীনের এই ধরনের পদক্ষেপকে দলবিরোধী কার্যকলাপ হিসেবে গণ্য করা হবে। তাতেও কর্ণপাত না করে শচীন পাইলট নিজের সিদ্ধান্তে অনড় থাকলেন।
শচীন পাইলটের সঙ্গে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের দ্বন্দ্ব সামনে আসায় কংগ্রেস রাজস্থানে বেজায় অস্বস্তিতে পড়েছে। শচীনের অভিযোগ, রাজস্থানের পূর্বতন বিজেপি সরকারের আমলে যে বেনিয়ম অথবা দুর্নীতির ঘটনাগুলি ঘটেছে, তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করেনি অশোক গেহলট নেতৃত্বাধীন কংগ্রেস সরকার। এর প্রতিবাদেই অনশনে বসেছেন তিনি।
আর কয়েকমাস পরেই রাজস্থানে বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে দলের অভ্যন্তরে নিজের অভিযোগ না জানিয়ে শচীন পাইলট কেন অনশনে বসলেন, তা নিয়ে চলছে জল্পনা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজস্থানে আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, তা এখনও স্থির হয়নি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার হিসেবে নিজেকে তুলে ধরতে দলকে চাপে রাখতেই শচীন পাইলট দলের বিরুদ্ধেই কার্যত যুদ্ধঘোষণা করলেন।
রাজস্থান প্রদেশ কংগ্রেসের প্রধান সুখজিন্দর সিং রানধাওয়া বিবৃতি দিয়ে জানিয়েছেন, শচীন পাইলট এদিন অনশনে বসে দলবিরোধী কাজ করেছেন। যদি সরকারের বিরুদ্ধে ওঁর কোনও অভিযোগ থাকত, সেনিয়ে দলের অভ্যন্তরে আলোচনা করতে পারতেন। তা না করে কংগ্রেসশাসিত সরকারের বিরুদ্ধে নিজের অভিযোগ জনসমক্ষে এনেছেন, সংবাদমাধ্যমের কাছেও তা প্রকাশ করেছেন। পাইলট অনভিপ্রেত কাজ করেছেন। ওঁর উচিত ছিল, এবিষয়ে অন্তত তাঁর সঙ্গে আলোচনা করা।
এখন দেখার শচীন পাইলটের বিরুদ্ধে দল আদৌ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পথে হাঁটে কিনা। শচীন পাইলট পূর্বতন বিজেপি সরকারের আমলের বেনিয়মগুলি নিয়ে রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করেনি বলে যে অভিযোগ তুলেছেন, তা অস্বীকার করে শচীন পাইলটের অভিযোগকে উড়িয়েই দিয়েছে কংগ্রেস।
❤ Support Us