- প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ১১, ২০২২
আজ থেকেই গঙ্গাসাগর পুণ্যার্থীদের জন্য স্পেশাল বাস ও ট্রেন পরিষেবা
শিয়ালদহ থেকে নামখানা রুটে চলবে ৮'টি। নামখানা-লক্ষ্মীকান্তপুর সেকশনে ১টি। লক্ষ্মীকান্তপুর -শিয়ালদহ রুটে ২'টি। কাকদ্বীপ-শিয়ালদহ রুটে ১টি ট্রেন চলবে।
গঙ্গাসাগর মেলার জন্যে আজ থেকে স্পেশাল বাস চালাবে পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহণ ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। সূত্রের খবর, আগামী সাত দিন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ ৩৭০ টি বাস দিয়ে সাড়ে চারশো ট্রিপ আর অন্যদিকে রাজ্য পরিবহণ নিগম ১১০০ বাস চালবে৷ এর পাশাপাশি পুলিশ কর্মীদের যাতায়াতের জন্যে থাকছে ৮৬ টি বাস। দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসনের জন্যে থাকছে ৫০টি বাস। দফতর সূত্রে খবর, সব বাস স্যানিটাইজ করা হবে। বাবুঘাট, ময়দান ও এসপ্ল্যানেড ছাড়া বাসের স্টপেজ অন্য কোথাও করা হবে না।
সরাসরি বাস কাকদ্বীপের লট ৮ যাবে। চালক, কন্ডাকটর এমনকী, কোভিড পরীক্ষা করেই যাত্রীদের নিয়ে যাতে বাস ছুটতে পারে সেদিকে নজর রাখছে প্রশাসন । গঙ্গাসাগর মেলার জন্যে আজ থেকে স্পেশাল ট্রেন চালাবে শিয়ালদহ ডিভিশন।বাসের পাশাপাশি শিয়ালদহ দক্ষিণ শাখায় প্রতিদিন ১৫ টি অতিরিক্ত লোকাল ট্রেন চলবে। শিয়ালদহ থেকে নামখানা রুটে চলবে ৮’টি। নামখানা-লক্ষ্মীকান্তপুর সেকশনে ১টি। লক্ষ্মীকান্তপুর -শিয়ালদহ রুটে ২’টি। কাকদ্বীপ-শিয়ালদহ রুটে ১টি ট্রেন চলবে।শিয়ালদহ ডিভিশন সূত্রে জানানো হয়েছে, মেলার জন্যে বিশেষ ভাবে ১৪ জন রেল আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া স্টেশনে স্টেশনে জি আর পি ও আর পি এফের নজরদারি বাড়ানো হয়েছে। এ ছাড়া কলকাতা স্টেশন থেকেও ট্রেন চালানো হবে। কলকাতা স্টেশন থেকে দুটি ট্রেন চলবে। অধিকাংশ ট্রেনই হচ্ছে গ্যালপিং। শিয়ালদহ স্টেশনেও থাকছে আরটিপিসিআর টেস্টের ব্যবস্থা।
❤ Support Us