Advertisement
  • দে । শ
  • মার্চ ২২, ২০২৩

বাইরনের বিশ্বাসে আত্মবিশ্বাসের উদ্ভাস। শপথে সব দলের সৌজন্যে খুশি সাগরদিঘির বিধায়ক। গরহাজির আমন্ত্রিত শুভেন্দু

আরম্ভ ওয়েব ডেস্ক
বাইরনের বিশ্বাসে আত্মবিশ্বাসের উদ্ভাস। শপথে সব দলের সৌজন্যে খুশি সাগরদিঘির বিধায়ক। গরহাজির আমন্ত্রিত শুভেন্দু

বুধবার বিধানসভার নওশাদ আলি কক্ষে সাগরদিঘি উপনির্বাচনের বিজয়ী প্রার্থী কংগ্রেসের বাইরন বিশ্বাসকে শপথ বাক্য পাঠ করালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ভোটের ফল ঘোষণার ২০ দিন পর সব দলের নির্বাচিত প্রতিনিধিরা হাজির ছিলেন। আমন্ত্রিত হয়েও যোগ দেন নি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তাঁর বদলে উপস্থিত ছিলেন গেরুয়া শিবিরের তিন বিধায়ক।

বিধানসভা কংগ্রেসহীন, এই খুদে অপবাদের অবসান ঘটালেন বাইরন বিশ্বাস। স্বাধীনতার আগে এবং পরে বিধানসভায় কংগ্রেস সদস্য নেই , এরকম পরিস্থিতি কখনো তৈরি হয়নি। গত নির্বাচনে বাম-কংগ্রেস কোথাও জেতেনি।  উপনির্বাচনে জোট প্রার্থী বাইরনের জয় — দুদলকে আশাবাদী করে তোলে। তৃণমূল বাইরনের জয়কে স্বাভাবিক চোখে দেখেনি। শপথ নিয়ে আনুষ্ঠানিক জটিলতা দেখা দেয়। বিলম্বিত হলেও, শপথের পর দৃঢ় পদক্ষেপে বিধানসভা থেকে বেরিয়ে আসেন বাইরন। মুখে এক ঝলক হাসি। হাসিতে আত্মপ্রত্যয়ের উদ্ভাস। বললেন আমি খুশি। আমার দায়িত্ব আরো বেড়ে গেল। অনেকেই এগিয়ে এসে তাকে অভিনন্দন জানাতে থাকেন। বাইরন কংগ্রেসি ঘরানার, ব্যবসায়ী পরিবারের সন্তান। ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাস পরিবারের সম্পর্ক ছিল অত্যন্ত মধুর। কংগ্রেস-ঘেঁষা হলেও এতদিন ব্যবসা নিয়ে থাকতেন। তাঁর হাত ছুঁয়ে পারিবারিক ব্যবসা বড়ো হয়েছে। তামাকজাত কুটিরশিল্পের পণ্য নিয়ে উত্তর ভারতে প্রবেশ করেছেন। হাসপাতাল গড়েছেন। অন্যান্য উদ্যোগেও তাঁর সাফল্য প্রশ্নাতীত। প্রতিষ্ঠিত শিল্পপতি হিসেবে তাঁর অর্থের সামাজিক ব্যবহার মুর্শিদাবাদকে দিশা দেখাতে পারে। এজন্য জরুরি রাজনৈতিক সহিষ্ণুতা ও বৈষম্য বিরোধী মনোহর দৃষ্টিভঙ্গি


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!