- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জুন ১০, ২০২৩
কেরালার পর সাহারা ! সুদীপ্তর নতুন ছবি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে

বিতর্কিত ছবি ‘কেরালা স্টোরি’-র সাফল্যের রেশ কাটতে না কাটতেই নিজের আগামী ছবির নাম ঘোষণা করলেন পরিচালক সুদীপ্ত সেন। তাঁর পরবর্তী সিনেমা সাহারার কর্ণধার সুব্রত রায়ের জীবনীর ওপর ভিত্তি করে নির্মিত হবে। শনিবার তার পোস্টার সামনে এসেছে। ছবির নাম সাহারাশ্রী। প্রেক্ষাগৃহে কবে মুক্তি পাবে তা জানা যায়নি। তবে, সিনেমার লুক দেখে ইতিমধ্যে দর্শকদের মধ্যে তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
শনিবার ছিল সাহারার কর্ণধার সুব্রত রায়ের ৭৫ তম জন্ম দিবস। সে দিনই নিজের আগামী ছবির ব্যাপারে জানালেন ‘কেরালা স্টোরি’ খ্যাত সুদীপ্ত সেন। প্রখ্যাত ধনকুবের কীভাবে সাধারণ ব্যবসায়ী থেকে একজন শিল্পপতি হয়ে উঠলেন, তাঁর জীবনের নানা চড়াই-উৎরাইকে সেলুলয়েডের পর্দায় তুলে ধরবেন তিনি। এ সম্পর্কে তিনি বলেছেন, সুব্রত রায়ের নাম অনেকেই শুনেছে, সবাই জানে ব্যবসার জগতে তিনি একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। তবে, তাঁর জীবনের বহু অজানা দিক রয়েছে সে কাহিনি জীবনী ভিত্তিক এ ছবিতে উঠে আসবে।
ছবি নির্মাণ সম্পর্কে সুদীপ্ত বলেছেন, বায়োপিক বা কারোর জীবনীভিত্তিক ছবি তৈরি করা খুব সহজ ব্যাপার নয়। তা সমস্ত ছবি নির্মাতাদের কাছেই চ্যালেঞ্জিং। এ ছবিতে গুলজার ও এ আর রহমানকে একসঙ্গে পাওয়া যাবে যথাক্রমে গীতকার ও সুরকারের ভূমিকায়। যা নিঃসন্দেহে অভাবনীয়।
লেজেন্ড স্টুডিয়োজ এবং ডঃ জয়ন্তীলাল গাদা (পেন স্টুডিওজ) নিবেদিত এই ছবিতে সন্দীপ সিং রয়েছেন প্রযোজনার দায়িত্বে।
সুব্রত রায়ের চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো স্থির হয়নি। তা নিয়েই এখন জোর জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, ইতিমধ্যে বহু নামী অভিনেতাদের কাছে শিল্পপতির চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। তবে চূড়ান্তভাবে এখনো কিছু স্থির হয়নি। আগামী বছরের প্রথমদিকেই শুরু হবে শ্যুটিং। লোকেশন বাছা হয়েছে উত্তর প্রদেশ, দিল্লি, বিহার, কলকাতা এবং লন্ডনের একাধিক জায়গা।
❤ Support Us