- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- নভেম্বর ১৩, ২০২৩
এবার কী টেলি সিরিয়ালে সাহেব ভট্টাচার্যকে? টেলি পাড়ায় জল্পনা তুঙ্গে
সিনেমায় আগেই তিনি স্বমহিমায় বিরাজমান। এবার কী সিরিয়ালের দুনিয়ায় পা রাখছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। টলিপাড়ার অন্দরে তেমনই গুঞ্জন শোনা যাচ্ছে। ছোটপর্দায় এর আগে সঞ্চালক হিসেবে দেখা গিয়েছে সাহেব ভট্টাচার্যকে। শোনা যাচ্ছে এই প্রথমবার ধারাবাহিকের নায়ক হিসেবে অভিনয় করতে চলেছেন এই তারকা। তাঁর বিপরীতে নতুন সিরিয়ালে দেখা যাবে অভিনেত্রী সুস্মিতা দে-কে। এর আগে ‘পঞ্চমী’ সিরিয়ালের নায়িকা ছিলেন অভিনয় করেছেন সুস্মিতা। মাত্র ২ মাস আগে “পঞ্চমী” সিরিয়ালটি শেষ হয়েছে।
সাহেব ভট্টাচার্যের অন্য একটি পরিচয় তিনি ফুটবলার সুব্রত ভট্টাচার্যর ছেলে। তবে নিজের অভিনয় দক্ষতায় সাহেব টলি পাড়ায় জায়গা করে নিয়েছেন ইতিমধ্যেই। ১৯৯৬ সালে প্রভাত রায়ের “লাঠি” সিনেমা দিয়ে সাহেবের অভিনয় জীবনের সূচনা। জাতীয় পুরস্কারজয়ী হয়েছিল “লাঠি” সিনেমাটি। তার পর ‘গোরস্থানে সাবধান’, ‘ইতি মৃণালিলী’, ‘রয়্যাল বেঙ্গল রহস্য’, ‘ডবল ফেলুদা’, ‘উড়ান’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন সাহেব। ‘শ্বেতকালী’, ‘বন্য প্রেমের গল্প’র মতো ওয়েব সিরিজেও তিনি অভিনয় করেছেন।
এর আগে ‘কাকাবাবু ফিরে এলেন’ টিভি সিরিজে অভিনয় করেছেন সাহেব। অভিনয় করেছেন প্রয়াত ঋতুপর্ণ ঘোষের টেলিফিল্ম ‘তাহার নামটি রঞ্জনা’তে। সঞ্চালনার দায়িত্বও সামলেছেন অভিনয়ের পাশাপাশি। এবার সিরিয়ালে অভিনয় করতে আসছেন সাহেব। তবে এই প্রসঙ্গে তিনি নিজে এখনও মুখ খোলেননি।
❤ Support Us