Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র স্মৃ | তি | প | ট
  • মে ৮, ২০২৩

আট কুঠুরি নয় দরজা পেরিয়ে আকাশের আড়ালে কালপুরুষ

আরম্ভ ওয়েব ডেস্ক
আট কুঠুরি নয় দরজা পেরিয়ে আকাশের আড়ালে কালপুরুষ

সোমবার সন্ধ্যায় প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদারের জীবনাবসান হল। বয়স হয়েছিল ৮১ বছর। গত ২৫ এপ্রিল থেকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁকে ভর্তি করানো হয়েছিল বাইপাসের বেসরকারি হাসপাতালে। এরপর সম্প্রতি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে শুরু করেন। এদিন সন্ধ্যা পৌনে ছটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কালবেলার অমরস্রষ্টা সমরেশ মজুমদার।

১৯৪২ সালের ১০ মার্চ জন্ম বাঙালির অন্যতম প্রিয় ঔপন্যাসিক সমরেশ মজুমদারের। ডুয়ার্সের গয়েরকাটা চা-বাগানে কেটেছে শৈশব-কৈশোর। প্রাথমিক শিক্ষার সূচনা জলপাইগুড়ি জেলা স্কুলে। স্নাতকস্তরের লেখাপড়া চালাতে ১৯৬০ সালে উত্তরবঙ্গ থেকে সমরেশ মজুমদার কলকাতায় আসেন। বাংলায় অনার্স নিয়ে ভর্তি হন স্কটিশ চার্চ কলেজে। এরপর বাংলাতেই স্নাতকোত্তর করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।

সাংস্কৃতিক জীবনের গোড়ায় গ্রুপ থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন সমরেশ মজুমদার। তাঁর লেখা প্রথম গল্পের নাম ‘অন্যমাত্রা’। এই গল্পটি মঞ্চস্থ হওয়ার পরে প্রশংসিত হয়। সমরেশ মজুমদার গল্প-উপন্যাস, ভ্রমণ কাহিনি, গোয়েন্দা কাহিনি, কিশোর উপন্যাস লেখার পাশাপাশি লিখেছেন কয়েকটি টিভি সিরিয়ালও।

১৯৮২ সালে সমরেশ মজুমদার আনন্দ পুরস্কার পেয়েছেন, ১৯৮৪ সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান। এছাড়াও পেয়েছেন বঙ্কিম পুরস্কার। চিত্রনাট্য লেখক হিসেবেও বিএফজিএ, দিশারি পুরস্কার-সহ একাধিক পুরস্কার পেয়েছেন। কালবেলা, কালপুরুষ, উত্তরাধিকারের মতো অত্যন্ত জনপ্রিয় উপন্যাসের লেখক সমরেশ মজুমদারের একের পর এক বই প্রকাশিত হয়েছে তাঁর লেখক জীবনজুড়ে।

১৯৭৫ সালে দেশ পত্রিকায় সমরেশ মজুমদার লেখেন তাঁর জীবনের প্রথম উপন্যাস দৌড়। দৌড় প্রকাশিত হতেই উপন্যাসটি পাঠক মহলে সেই লেখা ব্যাপকভাবে সমাদৃত হয়। সাহিত্যিক হিসেবে এরপর সমরেশ মজুমদারকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সমরেশ মজুমদারের প্রয়াণে বাংলা সাহিত্যের জগতে যে অপূরণীয় শূন্যতা দেখা দিল, একথা বলার অপেক্ষা রাখে না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!