- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ২৭, ২০২৩
“শহুরে নকশাল কী?” অমিত দফতরে প্রশ্ন তৃণমূলের

সোমবারই মধ্যপ্রদেশের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘কংগ্রেসকে শহুরে নকশালরা পরিচালনা করছে’ বলে মন্তব্য করেছেন। তার প্রেক্ষিতেই এবার ‘শহুরে নকশাল’দের কীভাবে কেন্দ্রীয় সরকার চিহ্নিত করে! তাদের সামলাতে কী নির্দেশিকা রয়েছে? এই রকম একগুচ্ছ প্রশ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকের কাছে করে তার জবাব চাইল তৃণমূল কংগ্রেস। বুধবার শাহর মন্ত্রকের আওতায় থাকা অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক দপ্তরের বিশেষ সচিবকে চিঠি লিখে ‘শহুরে নকশাল’ নিয়ে একগুচ্ছে প্রশ্ন করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। নিজের X হ্যান্ডেলে এমটাই জানিয়েছেন সাকেত।
Very important (regarding “urban naxals”):
In Bhopal yesterday, PM Modi claimed that the Congress party was being run by “urban naxals.” He’s also used this term on numerous occasions for political parties, journalists, & NGOs among others.
I’ve asked the Special Secretary… pic.twitter.com/JplBe996jD
— Saket Gokhale (@SaketGokhale) September 26, 2023
প্রধানমন্ত্রী যে মাঝে মধ্যেই সাংবাদিক থেকে শুরু করে রাজনৈতিক দল, অসরকারি সংস্থা-সহ নানা ক্ষেত্রেই ‘শহুরে নকশাল’ তকমা ব্যবহার করেন, সেকথা উল্লেখ করে সাকেত দাবি করেন, ‘টুকরে টুকরে গ্যাং’-এর কথাও বলেন মোদি। কিন্তু তার যে কোনও অস্তিত্ব নেই সেকথা শাহর মন্ত্রক থেকেই তিনি জানতে পেরেছেন।
সোমবার মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে এক দলীয় সভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, কংগ্রেসের সঙ্গে ‘শহুরে নকশাল’দের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। কংগ্রেস একটা কোম্পানিতে পরিণত হয়েছে, কংগ্রেস মরছে পড়া লোহা, কংগ্রেস তার নেতা এমনকী স্লোগানও শহুরে নকশালদের থেকে আমাদানি করে থাকে। শহুরে নকশালরাই এখন কংগ্রেসের ঠিকা নিয়েছে। ”
❤ Support Us