Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ২১, ২০২৩

‌কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ ঘনিষ্ঠ সঞ্জয়, প্রতিবাদে খেলা ছাড়লেন সাক্ষী মালিক

আরম্ভ ওয়েব ডেস্ক
‌কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ ঘনিষ্ঠ সঞ্জয়, প্রতিবাদে খেলা ছাড়লেন সাক্ষী মালিক

ভারতীয় কুস্তি ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচিত হলেন ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিং। বৃহস্পতিবার ভোটাভুটির পর তিনি সভাপতি নির্বাচিত হলেন। দীর্ঘদিন পর ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রশাসনে পালা বদল হলেও ব্রিজভূষণের প্রভাব থেকেই গেল। নতুন সভাপতি সঞ্জয় সিং শুধু ব্রিজভূষণের ঘনিষ্ঠই নন, ব্যবসায়িক সহযোগীও।

দীর্ঘদিন ধরেই ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ছিলেন ব্রিজভূষণ শরণ শিং। তিনবারের মেয়াদ সম্পূর্ণ হওয়ায় এবছর তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তাছাড়া যৌন হেনস্থায় জড়িয়ে পড়ায় তাঁর ওপর চাপও ছিল। নিজে লড়াই না করলেও কুস্তি ফেডারেশনের রাশ নিজের হাতে রাখতে মরিয়া ছিলেন ব্রিজভূষণ। তাই নিজের ঘনিষ্ঠ সঞ্জয় সিংকে সভাপতি পদে দাঁড় করান। সঞ্জয় সিংকে জিতিয়ে কুস্তি ফেডারেশনের রাশ নিজের হাতেই রাখলেন ব্রিজভূষণ।
সভাপতি পদের লড়াইয়ে সঞ্জয় সিং হারিয়েছেন প্রতিবাদী কুস্তিগীরদের প্রার্থী কমনওয়েলথ গেমসের পদকজয়ী অনিতা শেওরানকে। ৪৭টি ভোটের মধ্যে ৪০টি ভোট পেয়েছেন সঞ্জয় সিং। অন্যদিকে, অনিতা শেওরান পেয়েছেন ৭টি ভোট। ৪ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন একে সাহা, জয়প্রকাশ, কর্তার সিং ও ফাউনি। উত্তর প্রদেশ কুস্তি সংস্থার সভাপতি সঞ্জয় সিং ২০১৯ সাল থেকে ভারতীয় কুস্তি ফেডারেশনের যুগ্ম সচিব পদে ছিলেন। এবার সভাপতি পদে আসীন হলেন।
সভাপতি নির্বাচিত হওয়ার পর সঞ্জয় সিং সংবাদমাধ্যমকে বলেন, “খুব শীঘ্রই জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হবে এবং অলিম্পিকের প্রস্তুতি শুরু করা হবে। যে সব কুস্তিগীররা রাজনীতি করতে চায়, তারা রাজনীতি করতে পারে। তাদের রাজনীতির মাধ্যমেই জবাব দেওয়া হবে। যারা কুস্তি নিয়ে থাকতে চায়, তারা সেটা নিয়েই থাকুক।’
সঞ্জয় সিং ফেডারেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় কুস্তি ছেড়ে দিলেন প্রতিবাদী কুস্তিগীর সাক্ষী মালিক। তিনি বলেন, “আমরা ৪০ দিন ধরে রাস্তায় বসে প্রতিবাদ জানিয়েছিলাম সমাজের বিভিন্ন স্তরের মানুষ আমাদের পাশে দাঁড়িয়ে ছিলেন। ব্রিজ ভূষণ সরণ সিঙের ব্যবসায়িক সহযোগী সঞ্জয় সিং ফেডারেশন সভাপতি নির্বাচিত হয়েছেন। এর প্রতিবাদে আমি কুস্তি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম।” সাক্ষী আরও বলেন, ‘‌আমরা ফেডারেশনে মহিলা সভাপতি চেয়েছিলাম। কিন্তু এটা হয়নি।’‌ ভিনেশ ফোগাট বলেন, ‘‌সঞ্জয় সিং সভাপতি হওয়ায় উঠতি মহিলা কুস্তিগীররা ক্ষতিগ্রস্থ হবে।’‌

ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন নিয়ে বেশ কয়েকমাস ধরে অচলাবস্থা চলছিল। এরআগে একাধিকবার নির্বাচনের দিন চূড়ান্ত হলেও আদা‌লত স্থগিতাদেশ দেয়। ১২ অগাস্ট ছিল বহু প্রতিক্ষিত ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন। কিন্তু আদা‌লতের নির্দেশে নির্বাচন করা সম্ভব হয়নি। ১১ অগাস্ট পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট এই নির্বাচনের উপর স্থগিতাদেশ জারি করে। ফলে ফের পিছিয়ে যায় ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন। অবশেষে বৃহস্পতিবার নির্বাচন হল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!