- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ৫, ২০২৩
নিজের কর্মস্থলে ফিরছেন সাক্ষী। তবে কি এবার প্রতিবাদ প্রত্যাহারের পথে হাঁটছেন কুস্তিগিররা

কুস্তিগিরদের প্রতিবাদ আন্দোলন থেকে সরে দাঁড়ালেন সাক্ষী মালিক। তিনি নর্দান রেলওয়েতে নিজের কর্মস্থলে ফিরে গেছেন। শনিবার সন্ধেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কুস্তিগিররা দেখা করার দু’দিন পরে আন্দোলন থেকে নিজেকে সরিয়ে নিলেন সাক্ষী মালিক।
ভারতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের শাস্তির দাবিতে কুস্তিগিরদের একটা প্রতিনিধিদল শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দিল্লিতে তাঁর সরকারি বাসভবনে দেখা করতে যান। এই প্রতিনিধি দলে ছিলেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটরা। দীর্ঘক্ষণ ধরে চলা বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কুস্তিগিরদের যাবতীয় বক্তব্য শোনেন। বৈঠকে ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেপ্তারের দাবি তোলেন কুস্তিগিররা। যদিও কোনও সিদ্ধান্ত বৈঠকে নেওয়া হয়নি।
বৈঠকের পর আন্দোলন থেকে নিজেকে সরিয়ে নেন সাক্ষী মালিক। তাঁর স্বামী সত্যব্রত কাদিয়ান বলেছেন যে, ‘শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে কুস্তিগিরদের বৈঠকে কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি। কুস্তিগিররা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে কোনও প্রতিশ্রুতি পাননি। সাক্ষী আন্দোলন স্থান ছেড়ে নিজের কর্মস্থলে ফিরে গেছে।’ অনেকেই মনে করছেন কুস্তিগিরদের আন্দোলন ভাঙতে কেন্দ্রীয় সরকার এবার ‘ডিভাইড অ্যান্ড রুল’ পলিসি নিচ্ছে। সরকারের চাপে পড়েই নাকি সাক্ষী মালিক আন্দোলন থেকে নিজেকে সরিয়ে নিলেন।
❤ Support Us