Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ১৩, ২০২৩

দিদির বাড়িতে ভাইজান

আরম্ভ ওয়েব ডেস্ক
দিদির বাড়িতে ভাইজান

দীর্ঘ ১৩ বছর পর আবার মঞ্চ মাতাতে কলকাতায় হাজির সলমন খান। আজ সন্ধেয় ইস্টবেঙ্গল মাঠে তাঁর অনুষ্ঠান। সঙ্গে থাকবেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ ও পুজা হেগড়েও। সলমন খানকে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে আজীবন সদস্যপদ তুলে দেওয়া হবে। এছাড়াও ২৭ নম্বর লেখা জার্সি, শতবার্ষিকীর বিশেষ মুদ্রাও তুলে দেওয়া হবে ‘‌ভাইজান’‌–এর হাতে।
শুক্রবার গভীর রাতেই কলকাতায় চলে আসেন সলমান খান। তার আগেই সোনাক্ষী, জ্যাকলিনরা চলে এসেছিলেন। শুক্রবার সন্ধেয় তাঁরা ইস্টবেঙ্গল ক্লাবে অনুষ্ঠানের মহড়াও সেরে নেন। শনিবার ইস্টবেঙ্গল ক্লাবে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে যান সলমন খান। তাঁকে অভ্যর্থনা জানাতে মুখ্যমন্ত্রী বাড়ির বাইরে বেরিয়ে আসেন।
গাড়ি থেকে নামতেই সলমনকে উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানান মমতা ব্যানার্জি। সলমনকে একঝলক দেখতে মুখ্যমন্ত্রীর বাড়ি ঢোকার রাস্তার চারপাশে বহু মানুষ ভিড় জমান। প্রিয় নায়ককে দেখেই হাত নাড়তে থাকেন ভক্তরা। তাঁর অপেক্ষায় থাকা ভক্তদের উদ্দেশ্যে হাতনেড়ে পাল্টা ভালবাসা জানান সলমন। এরপর তাঁকে বাড়ির ভেতরে নিয়ে যান মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের উদ্দেশ্যে বেরিয়ে যান সলমন।
তাঁর অনুষ্ঠান ঘিরে কদিন ধরেই মেতে উঠেছে শহর কলকাতা। এদিন সকাল থেকেই ইস্টবেঙ্গল ক্লাবের আশেপাশে ভক্তদের ভিড়। কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে ইস্টবেঙ্গল চত্বর। সন্ধে ৬টায় অনুষ্ঠান শুরু। ৮টি ভাগে দর্শকদের বসার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটা বিভাগের নামকরণ করা হয়েছে সলমনের বিভিন্ন সিনেমার নামে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!