Advertisement
  • এই মুহূর্তে দিন-দুনিয়া দে । শ প্রচ্ছদ রচনা
  • আগস্ট ১৮, ২০২২

রুশদি এখনও জীবিত শুনে হতবাক আততায়ী। তার মতে, ইসলামের বিশ্বাসকে আক্রমণ করছেন লেখক।

মাদার বললেন, রুশদি একজন বাজে মানুষ, যিনি ইসলামকে, ইসলামের বিশ্বাসকে আক্রমণ করেছেন।

আরম্ভ ওয়েব ডেস্ক
রুশদি এখনও জীবিত শুনে হতবাক আততায়ী। তার মতে, ইসলামের বিশ্বাসকে আক্রমণ করছেন লেখক।

চিত্র সংগৃহীত

গত শুক্রবার এক আততায়ীয়ের হাতে গুরুতর-ভাবে জখম হন সালমান রুশদি। হামলায় তার লিভার, বাহু এবং চোখ জখম হয়। বর্তমানে, হাসপাতালের বিছানায় শুয়ে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বিশ্বখ্যাত লেখক। রুশদি এখনও বেঁচে আছেন, জানতে পেরে অবাক হলেন তাঁর আক্রমণকারী হাদি মাদার। তার মতে রুশদি একজন বাজে মানুষ, যিনি ইসলামকে, ইসলামের বিশ্বাসকে আক্রমণ করেছেন।

১৯৮৮ সালে প্রকাশিত হয় রুশদির বিতর্কিত বই ‘দ্য স্যাটানিক ভার্সেস’। বইটি বিশ্ব সাহিত্য জগতে আলোড়ন তৈরি করে। প্রশংসা এবং সমালোচনায় মেতে ওঠে দেশ-বিদেশের পাঠকরা। ইরানে বইটিকে নিষিদ্ধ ঘোষণা করার সঙ্গে লেখককে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। কিন্তু সম্প্রতি রুশদির ওপর আক্রমণের ঘটনায় তাঁদের কোনও সম্পর্ক নেই, তা স্পষ্ট করে দিয়েছেন ইরানের সরকার।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছেন লেবাননের হেজবোল্লা জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পর্ক আছে হাদি মাদারের। মাদার তদন্তকারীদের জানিয়েছে, ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি একজন মহান ব্যক্তি ছিলেন।


❤ Support Us
error: Content is protected !!