- দে । শ
- জুন ৩, ২০২৩
নিউ ইয়র্কে দুষ্কৃতী হামলার ইতিবৃত্ত এবার দুই মলাটে, সাহিত্য উৎসবের মঞ্চ থেকে বললেন অদম্য রুশদি

প্রতিবন্ধকতা সাহিত্যিকের নিরলস সাহিত্যসাধনাকে আটকাতে পারে না। আধিপত্যবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে সবসময়ই অব্যাহত থাকতে চায় কলমের গতি। সলমন রশদিও এমনই এক অদম্য সাহিত্যসাধক ও অসামান্য প্রজ্ঞার অধিকারী। হেই সাহিত্য উৎসবে যোগ দিয়ে ঘোষণা করলেন অপ্রতিহত লেখনীর পথচলাকে। ‘মিডনাইটস চিলড্রেন’-এর লেখক বলেছেন, নিউইয়র্কে দুর্বৃত্তদের তার ওপর হামলা নিয়ে বই লেখছেন । যথাসময়ে প্রকাশ পাবে সে রচনা। সেখানে তার ওপর আক্রমণের ঘটনার পিছনে আর কোন কারণ সক্রিয় ভূমিকা পালন করেছে তা তুলে ধরার চেষ্টা করবেন তিনি।
ভারতীয় বংশোদ্ভূত লেখক জানিয়েছেন, তাঁর এ বইটি খুব বেশি বড়ো নয়, মাত্র কয়েকশো পৃষ্ঠার। তিনি বলেছেন, শারীরিক ধকল কাটিয়ে লেখালেখির জগতে ফিরে এসেছেন। দীর্ঘদিন অভ্যাস নেই। তাই তাড়াতাড়ি সম্পূর্ণ গ্রন্থটি শেষ করতে অসুবিধা হচ্ছে। এখানে বলা দরকার, গত বছর নিউইয়র্কে হামলার পর তার সাম্প্রতিকতম উপন্যাস ‘ভিক্ট্রি সিটি’ মুক্তি পায়। পাঠক মহলে আরো একবার প্রশংসিত হয় তাঁর সৃজনশীল কল্পনা। ঘনিষ্ঠ মহলে তিনি অনেক সময়ই বলে থাকেন, তাঁর লেখা নিয়ে মননশীল মানুষের আগ্রহই তাঁকে কলম ধরতে অনুপ্রাণিত করে। এই অনুপ্রেরণাই হয়তো সত্তরোর্দ্ধ লেখককে আবার সাহিত্য জগতে নিজের আসন পুনঃপ্রতিষ্ঠিত করতে সাহায্য করবে।
❤ Support Us