Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র পুঁথিঘর
  • এপ্রিল ৪, ২০২৪

ক্ষত পেরিয়ে হিংসার জবাব কলমেই, ১৬ এপ্রিল নতুন বই প্রকাশ রুশদির

আরম্ভ ওয়েব ডেস্ক
ক্ষত পেরিয়ে হিংসার জবাব কলমেই, ১৬ এপ্রিল নতুন বই প্রকাশ রুশদির

হিংসার জবাব হবে শিল্পেই, নিজ মুখেই জানিয়েছিলেন বুকারজয়ী সাহিত্যিক সলমন রুশদি । এবার সেই দুষ্কৃতী হামলায় গুরুতর আহত হওয়ার ঘটনা কে নিয়ে লেখা বই ‘নাইফ: মেডিটেশনস আফটার অ্যান অ্যাটেম্পটেড মার্ডার’ এর আনুষ্ঠানিক প্রকাশ হবে ১৬ এপ্রিল ।

২০২২ সালের ১২ অগস্ট নিউ ইয়র্কে একটি বই প্রকাশ অনুষ্ঠানে আক্রান্ত হয়েছিলেন সলমন রুশদি । শতকা ইনস্টিটিউশনে রুশদির উপর হঠাৎ করেই ঝাঁপিয়ে পড়েন এক দুষ্কৃতী । সেই হামলায় একটি চোখের দৃষ্টি এবং হাতেও গুরুতর আঘাত পান তিনি । গভীর চোট লাগে ঘাড়ের স্নায়ুতেও । হামলার পর দীর্ঘ সময় ভারতীয় বংশোদ্ভূত লেখক পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার এ ভুগেছেন । পরে বছর মে মাসে, নিউ ইউর্কেই একটি অনুষ্ঠানে এসে রুশদি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, ‘ সন্ত্রাস যেন আমাদের ভয় পাইয়ে দিতে না পারে । হিংসা যেন চুপ করিয়ে না দেয় । লড়াই চালিয়ে যেতে হবে । লড়াই চলবে ।’

২৫৬ পাতার এই বইয়ে সাহিত্যের নিবিড় পাঠ, জীবনের প্রেম, শৈল্পিক দর্শন, ক্ষয়, প্রাপ্তি ও হারানোর নানা অভিজ্ঞতা এবং গভীর শারীরিক ও মানসিক ক্ষত অতিক্রমের পর ঘুরে দাঁড়ানোর কাহিনীই তুলে ধরেছেন ৭৬ এর রুশদি । বইটির প্রকাশক পেঙ্গুইন র‌্যানডম হাউজ ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!