- ন | ন্দ | ন | চ | ত্ব | র পুঁথিঘর
- এপ্রিল ৪, ২০২৪
ক্ষত পেরিয়ে হিংসার জবাব কলমেই, ১৬ এপ্রিল নতুন বই প্রকাশ রুশদির

হিংসার জবাব হবে শিল্পেই, নিজ মুখেই জানিয়েছিলেন বুকারজয়ী সাহিত্যিক সলমন রুশদি । এবার সেই দুষ্কৃতী হামলায় গুরুতর আহত হওয়ার ঘটনা কে নিয়ে লেখা বই ‘নাইফ: মেডিটেশনস আফটার অ্যান অ্যাটেম্পটেড মার্ডার’ এর আনুষ্ঠানিক প্রকাশ হবে ১৬ এপ্রিল ।
২০২২ সালের ১২ অগস্ট নিউ ইয়র্কে একটি বই প্রকাশ অনুষ্ঠানে আক্রান্ত হয়েছিলেন সলমন রুশদি । শতকা ইনস্টিটিউশনে রুশদির উপর হঠাৎ করেই ঝাঁপিয়ে পড়েন এক দুষ্কৃতী । সেই হামলায় একটি চোখের দৃষ্টি এবং হাতেও গুরুতর আঘাত পান তিনি । গভীর চোট লাগে ঘাড়ের স্নায়ুতেও । হামলার পর দীর্ঘ সময় ভারতীয় বংশোদ্ভূত লেখক পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার এ ভুগেছেন । পরে বছর মে মাসে, নিউ ইউর্কেই একটি অনুষ্ঠানে এসে রুশদি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, ‘ সন্ত্রাস যেন আমাদের ভয় পাইয়ে দিতে না পারে । হিংসা যেন চুপ করিয়ে না দেয় । লড়াই চালিয়ে যেতে হবে । লড়াই চলবে ।’
২৫৬ পাতার এই বইয়ে সাহিত্যের নিবিড় পাঠ, জীবনের প্রেম, শৈল্পিক দর্শন, ক্ষয়, প্রাপ্তি ও হারানোর নানা অভিজ্ঞতা এবং গভীর শারীরিক ও মানসিক ক্ষত অতিক্রমের পর ঘুরে দাঁড়ানোর কাহিনীই তুলে ধরেছেন ৭৬ এর রুশদি । বইটির প্রকাশক পেঙ্গুইন র্যানডম হাউজ ।
❤ Support Us