- প্রচ্ছদ রচনা
- অক্টোবর ১৭, ২০২২
করুণাময়ীতে টেট উত্তীর্ণদের বিক্ষোভ, ধর্মতলার ধর্নামঞ্চে কলেজ সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীরা

সল্টলেকের প্রাথমিক শিক্ষা পর্ষদ ভবনের সামনে বিক্ষোভ । সোমবার চাকরির দাবিতে করুণাময়ীতে এসএসসি ভবনের সামনে অবস্থান করে টেট চাকরিপ্রার্থীরা । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় । রণক্ষেত্র পরিস্থিতিতে ধ্বস্তাধস্তি বাধে পুলিশ-চাকরিপ্রার্থীদের । বন্ধ করে দেওয়া হয় করুণাময়ীগামী একাধিক রাস্তা ।
নিয়োগ দুর্নীতি নিয়ে বেশ কিছুদিন ধরেই রাজ্যে তোলপাড় চলছে । আজ দুপুরে কয়েক হাজার চাকরিপ্রার্থী জড়ো হচ্ছিলেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের ভবনের সামনে । রাস্তায় ও ফুটপাতে শুয়ে-বসে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা । শুরু হয় স্লোগানিং । বলতে থাকেন, ‘চুরি’ হওয়া চাকরি ফেরত চাই। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে চাকরির আশ্বাস না মিললে আন্দোলন উঠবে না বলেও সাফ জানিয়ে দেন তাঁরা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে করুণাময়ী মেট্রোর সামনে শুরু হয় পুলিশের ধরপাকড়ও । প্রিজন ভ্যানে তোলা হয় আন্দোলনকারীদের । টানাহ্যাঁচড়া, ধস্তাধস্তিতে অসুস্থও হয়ে পড়েন কয়েকজন । অবশেষে, পর্ষদ সভাপতির সঙ্গে কথা বলেন বিক্ষোভকারীদের ৪ প্রতিনিধি ।
দীর্ঘদিন ধরেই নিয়োগের দাবিতে আন্দোলন চালাচ্ছেন ২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা । ২০২০ সালে মুখ্যমন্ত্রী তাঁদের নিয়োগের কথা ঘোষণা করেছিলেন, প্রথমে ১৬ হাজার ৫০০ পদে নিয়োগের কথা ছিল, পরে আরও কিছু পদে নিয়োগ হবে । অভিযোগ, তার পরে দুবছর পেরিয়ে গেলেও নিয়োগ সম্পন্ন হয়নি, পরবর্তীতে ২০১৪ ও ২০১৭ সালের টেট উত্তীর্ণদের যুগ্মভাবে ১১ হাজার পদে নিয়োগের কথা ঘোষণা করে সরকার । এখানেই তৈরি হয় দ্বন্দ্ব । ২০১৪ সালের টেট উত্তীর্ণদের দাবি, এরফলে তাদের চাকরির সুযোগ কমে যাবে।
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকে শূন্যপদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছিলেন । সেই শূন্যপদে চাকরির দাবিতে হাইকোর্টে মামলা করলেন ১ হাজার ৪০০ জন চাকরিপ্রার্থী । আগামী মঙ্গলবার সেই মামলায় শুনানির সম্ভবনা।
উল্লেখ্য, আন্দোলনকারী প্রাথমিক টেট চাকরিপ্রার্থীদের ধর্মতলায় ধর্নামঞ্চে যোগদেন ২০১৮-র কলেজ সার্ভিস কমিশনের মেধা তালিকাভুক্ত চাকরিপ্রার্থীরা ।
❤ Support Us