Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • অক্টোবর ১৭, ২০২২

করুণাময়ীতে টেট উত্তীর্ণদের বিক্ষোভ, ধর্মতলার ধর্নামঞ্চে কলেজ সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীরা

আরম্ভ ওয়েব ডেস্ক
করুণাময়ীতে টেট উত্তীর্ণদের বিক্ষোভ, ধর্মতলার ধর্নামঞ্চে কলেজ সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীরা

সল্টলেকের প্রাথমিক শিক্ষা পর্ষদ ভবনের সামনে বিক্ষোভ । সোমবার চাকরির দাবিতে করুণাময়ীতে এসএসসি ভবনের সামনে অবস্থান করে টেট চাকরিপ্রার্থীরা । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় । রণক্ষেত্র পরিস্থিতিতে ধ্বস্তাধস্তি বাধে পুলিশ-চাকরিপ্রার্থীদের । বন্ধ করে দেওয়া হয় করুণাময়ীগামী একাধিক রাস্তা ।

নিয়োগ দুর্নীতি নিয়ে বেশ কিছুদিন ধরেই রাজ্যে তোলপাড় চলছে । আজ দুপুরে কয়েক হাজার চাকরিপ্রার্থী জড়ো হচ্ছিলেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের ভবনের সামনে । রাস্তায় ও ফুটপাতে শুয়ে-বসে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা । শুরু হয় স্লোগানিং । বলতে থাকেন, ‘চুরি’ হওয়া চাকরি ফেরত চাই। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে চাকরির আশ্বাস না মিললে আন্দোলন উঠবে না বলেও সাফ জানিয়ে দেন তাঁরা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে করুণাময়ী মেট্রোর সামনে শুরু হয় পুলিশের ধরপাকড়ও । প্রিজন ভ্যানে তোলা হয় আন্দোলনকারীদের । টানাহ্যাঁচড়া, ধস্তাধস্তিতে অসুস্থও হয়ে পড়েন কয়েকজন । অবশেষে, পর্ষদ সভাপতির সঙ্গে কথা বলেন বিক্ষোভকারীদের ৪ প্রতিনিধি ।

দীর্ঘদিন ধরেই নিয়োগের দাবিতে আন্দোলন চালাচ্ছেন ২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা । ২০২০ সালে মুখ্যমন্ত্রী তাঁদের নিয়োগের কথা ঘোষণা করেছিলেন, প্রথমে ১৬ হাজার ৫০০ পদে নিয়োগের কথা ছিল, পরে আরও কিছু পদে নিয়োগ হবে । অভিযোগ, তার পরে দুবছর পেরিয়ে গেলেও নিয়োগ সম্পন্ন হয়নি, পরবর্তীতে ২০১৪ ও ২০১৭ সালের টেট উত্তীর্ণদের যুগ্মভাবে ১১ হাজার পদে নিয়োগের কথা ঘোষণা করে সরকার । এখানেই তৈরি হয় দ্বন্দ্ব । ২০১৪ সালের টেট উত্তীর্ণদের দাবি, এরফলে তাদের চাকরির সুযোগ কমে যাবে।

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকে শূন্যপদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছিলেন । সেই শূন্যপদে চাকরির দাবিতে হাইকোর্টে মামলা করলেন ১ হাজার ৪০০ জন চাকরিপ্রার্থী । আগামী মঙ্গলবার সেই মামলায় শুনানির সম্ভবনা।

উল্লেখ্য, আন্দোলনকারী প্রাথমিক টেট চাকরিপ্রার্থীদের ধর্মতলায় ধর্নামঞ্চে যোগদেন ২০১৮-র কলেজ সার্ভিস কমিশনের মেধা তালিকাভুক্ত চাকরিপ্রার্থীরা ।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!