Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ১৮, ২০২৩

ভার্টিকাল এয়ার শো, বিশ্বজয়ী অধিনায়কদের সংবর্ধনা, বিশ্বকাপের সমাপ্তিতে থাকছে নানা চমক

আরম্ভ ওয়েব ডেস্ক
ভার্টিকাল এয়ার শো, বিশ্বজয়ী অধিনায়কদের সংবর্ধনা, বিশ্বকাপের সমাপ্তিতে থাকছে নানা চমক

অনাড়ম্বরভাবে শুরু হয়েছিল ২০২৩ একদিনের বিশ্বকাপ। পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। জাঁকজমকভাবে বিশ্বকাপ শুরু না হওয়ায় আক্ষেপ থেকে গিয়েছিল ক্রিকেটপ্রেমীদের। ফাইনালে অবশ্য দর্শকদের মনোরঞ্জনে কোনও ত্রুটি রাখা হচ্ছে না। জমকালোভাবেই শেষ হবে বিশ্বকাপ। সমাপ্তি অনুষ্ঠানে দারুণ সব চমক থাকতে দর্শকদের জন্য। একদিকে যেমন থাকবে এয়ার শো থেকে বিশ্বজয়ী অধিনায়কদের প্যারেড, তেমনই থাকবে মিউজিক্যাল শো, লাইট ও লেজার শো এবং আতসবাজির প্রদর্শন।

রবিবার ফাইনালের ঘন্টাখানের আগে থেকেই নানা অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মোট চার পর্যায়ে হবে অনুষ্ঠান। শুরু হবে বেলা সাড়ে ১২টা থেকে। টসের আগে ১০ মিনিটের জন্য অনুষ্ঠিত হবে ‘‌স্যালুট ইন দ্য স্কাই’‌। ৯ হক বিশিষ্ট এশিয়ার একমাত্র অ্যাক্রোবেটিক টিম ভারতীয় বায়ুসেনার ‘‌সূর্যকিরণ’‌ সুরের ছন্দে স্টেডিয়ামের ঠিক ওপরে টিম ইন্ডিয়াকে কুর্নিশ জানাবে। আমেদাবাদ বিমানবন্দর থেকে আকাশে উড়বে বিমানগুলি। তারপর স্টেডিয়ামের কাছে পৌঁছে সুরের তাল তালে ভার্টিকাল এয়ার শো করবে। শুক্রবার যার মহড়াও হয়েছে আজ। ফ্লাইট কমান্ডার ও ডেপুটি টিম লিডার উইং কমান্ডার সিদেশ কার্তিক এর নেতৃত্ব দেবেন।

প্রথম ইনিংসের শেষে ম্যাচের বিরতিতে ১৫ মিনিটের ‘‌প্যারেড অব চ্যাম্পিয়ন্স’‌। সম্মান জানানো হবে বিশ্বকাপজয়ী অধিনায়কদের। ক্লাইভ লয়েড, কপিল দেব, অ্যালান বর্ডার, অর্জুন রণতুঙ্গা, স্টিভ ওয়া, রিকি পন্টিং, মহেন্দ্র সিং ধোনি, মাইকেল ক্লার্ক ও ইওয়িন মর্গান হাজির থাকবেন। যদিও ১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান দলের অধিনায়ক ইমরান খান থাকতে পারছেন না। ২০ সেকেন্ডের ভিডিওতে প্রুডেন্সিয়াল কাপ, রিলায়েন্স কাপ, বেনসন অ্যান্ড হেজেস কাপ, উইলস কাপ ও বিশ্বকাপ জয়ের নানা মুহূর্ত দেখানো হবে। এরপর স্মৃতিচারণ করবেন বিশ্বজয়ী অধিনায়করা।
দেশের অন্যতম সঙ্গীত পরিচালক প্রীতম ও তাঁর সহশিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। তবে কোনও মঞ্চে নয়। হুডখোলা গাড়িতে তাঁরা পারফর্ম করবেন। অভিনব কায়দায় সকলকে উপস্থাপিত করা হবে। দেবা দেবা, কেশরিয়া, লেহরা দো, জিতেগা জিতেগা, নাগাডা নাগাডা, ধুম মচালে, দঙ্গলের মতো গানগুলিও গাইবেন তাঁরা। সঙ্গীতশিল্পীদের সঙ্গে থাকবেন ৫০০ নৃত্যশিল্পী।

রাত সাড়ে ৮টা নাগাদ দ্বিতীয় ইনিংসের জলপানের বিরতিতে ৯০ সেকেন্ডের জন্য হবে লাইট ও লেজার শো। স্টেডিয়ামের ছাদকে ক্যানভাস হিসেবে ব্যবহার করা হবে। দায়িত্ব পেয়েছে ব্রিটেনের লেজার ম্যাজিক প্রোডাকশন। ম্যাচের শেষে ১২০০ ড্রোন দিয়ে রাতের আকাশে ফুটে উঠবে চ্যাম্পিয়নের নাম। সঙ্গে থাকছে বিশ্বের অন্যতম সেরা আতসবাজির প্রদর্শনী। ফিফা বিশ্বকাপ, ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রি, দুবাই এক্সপো, সৌদি আরবের ন্যাশনাল ডে উদযাপনসহ বিভিন্ন আসরে যেমন আতসবাজির প্রদর্শনী হয়, তেমনই অভিনব কিছু হতে চলেছে রবি-রাতে।‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!