Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ৭, ২০২৩

দুরন্ত প্রত্যাবর্তন, কারেনের হাত ধরে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

আরম্ভ ওয়েব ডেস্ক
দুরন্ত প্রত্যাবর্তন, কারেনের হাত ধরে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে জিতল ৬ উইকেটে। শুরুতেই ৩ উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়ানদের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন স্যাম করেন। তিনিই ম্যাচের সেরার পুরস্কার পান।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৭ ওভারের মধ্যেই ২৩ রানে ৪ উইকেট হারায়। ক্যারিবিয়ানদের প্রথম ধাক্কা দেন গাস অ্যাটকিনসন। তুলে নেন অলিক অ্যাথানেজকে (৪)। এরপরই ভেলকি শুরু স্যাম কারেনের। পরপর ফেরান কেসি কার্টি (০), ব্রেন্ডন কিং (১৭) ও শিমরন হেটমায়েরকে (০)। আগের ম্যাচের মতোই জুটি গড়ে তোলেন সাই হোপ ও শেরফানে রাদারফোর্ড। দুজনের জুটিতে ওঠে ১২৯ রান।৩০তম ওভারের চতুর্থ বলে রাদারফোর্ডকে (৮০ বলে ৬৮) তুলে নিয়ে জুটি ভাঙেন লিয়াম লিভিংস্টোন। রাদারফোর্ড আউট হতেই ধস নামে ইংল্যান্ড ইনিংসে। পরপর ফিরে যান ক্যারিয়া (৫), সাই হোপ (৬৮ বলে ৬৮), রোমারিও শেফার্ড (১৬ বলে ১৯)। দ্রুত ৩ উইকেট হারানোয় বড় রানের স্বপ্ন শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের। ৩৯.৪ ওভারে ২০২ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস। ৩৩ রানে ৩ উইকেট নেন স্যাম কারেন। ৩৯ রানে ৩ উইকেট নেন লিভিংস্টোন। ২টি করে উইকেট নেন অ্যাটকিনসন ও রেহান আহমেদ।

ইংল্যান্ডের নতুন ওপেনিং জুটি ফিলিপ সল্ট ও উইল জ্যাকস দলকে দারুণ নির্ভরতা দিচ্ছেন। এদিন ওপেনিং জুটিতে ৫০ রান তুলে ফেলেন। ষষ্ঠ ওভারে সল্টকে (১৫ বলে ২১) ফেরান রোমারিও শেফার্ড। জ্যাক ক্রলি (৩) ও বেন ডাকেটকে (৩) দ্রুত হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। দুজনকেই তুলে নেন মোটিয়ে। ২০তম ওভারে উইল জ্যাককে (৭২ বলে ৭৩) ফেরান রাদারফোর্ড। এরপর ইংল্যান্ডকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন হ্যারি ব্রুক (৪৯ বলে অপরাজিত ৪৩) ও জস বাটলার (৪৫ বলে ৫৮)। ৩২.৫ ওভারে ২০৬/৪ রান তুলে সিরিজে সমতা ফেরায় ইংল্যান্ড।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!