- এই মুহূর্তে দে । শ
- মে ৮, ২০২৪
ভারতীয় বহুত্বের উদাহরণে বেফাঁস বিশ্লেষণ পিত্রোদার।উঠছে সমালোচনার ঝড়, কটাক্ষ মোদির। দুর্ভাগ্যজনক মন্তব্য, বলল হাত শিবির

বিখ্যাত ভারতীয় উদ্যোগপতি,বাস্তুকার ও অধুনা কংগ্রেস নেতা স্যাম পিত্রোদার একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক, যা শুরু হয় দক্ষিণ ভারতের বাসিন্দাদের ‘আফ্রিকান’ বলাকে কেন্দ্র করে।
শুধু এখানেই থেমে থাকেননি তিনি। একটি বিখ্যাত সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেছেন ‘আমরা বিশ্বের গর্বিত এবং উজ্জ্বলতর গণতন্ত্র, বৈচিত্রের মধ্যে ঐক্য আমাদের ধারন করে আছে, যেখানে পূর্ব ভারতের অধিবাসীদের দেখতে চিনাদের মতো, পশ্চিম ভারতের মানুষেরা আরবদের মতো, উত্তর ভারতের বাসিন্দাদের সামান্য শ্বেতাঙ্গ এবং দক্ষিণ ভারতের বাসিন্দাদের দেখতে আফ্রিকানদের মতো।’ তাঁর এই মন্তব্যকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। যদিও তার পরেই তিনি বলেছেন,’এতে কিছু যায় আসেনা, আমরা সবাই ভাই ও বোন। আমাদের মধ্যে ভাষা,ধর্ম, খাদ্যাভ্যাস সব আলাদা হলেও আমরা একসাথে থাকি এবং একে অন্যের জন্য মানিয়েও নিই।’ কিন্তু সেসবেও তাঁর মন্তব্যকে ঘিরে বিতর্কের আঁচ এতটুকুও কমেনি।
পিত্রদার এহেন মন্তব্যের পরেই রাজনৈতিক আসরে শুরু হয়েছে জলঘোলা । প্রধানমন্ত্রী তেলেঙ্গানার ওয়ারাঙ্গালে, নির্বাচনের প্রচার সভায় এপ্রসঙ্গে বলেছেন, গায়ের চামড়ার রঙ নিয়ে কোনো তির্যক মন্তব্য দেশ সহ্য করবে না।আজ আমার কাছে পরিষ্কার হল, কেন কংগ্রেস দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মূ প্রসঙ্গে ক্রমাগত নিতেবাচক মন্তব্য করে, প্রশ্ন তোলে তার যোগ্যতা নিয়ে।এরপরই রাহুল গান্ধিকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে সেহজাদার এক কাকু আছেন, যিনি সেহজাদার ফিলজফিকাল গাইড, সেহেজাদা তূতীয় আম্প্যায়ারের মতো তার কথা শোনে।সেই কাকুই দেশের মানুষের গাষের রঙ নিয়ে মন্তব্য করেন ।
#WATCH | Addressing a public gathering in Warangal, Telangana, PM Modi says “I was thinking a lot that Droupadi Murmu who has a very good reputation and is the daughter of Adiwasi family, then why is Congress trying so hard to defeat her but today I got to know the reason. I got… pic.twitter.com/nPJLQ6DQ3Z
— ANI (@ANI) May 8, 2024
#WATCH | Addressing a public gathering in Warangal, Telangana, PM Modi says “I want to ask a serious question today…I am very angry today, if someone abuses me I can take it but this philosopher of ‘Shehzada’ has given such a big abuse that has filled me with anger. Will the… pic.twitter.com/tnEbj8Ex2K
— ANI (@ANI) May 8, 2024
#WATCH | Addressing a public gathering in Warangal, Telangana, PM Modi says “…’Shehzade aapko jawaab dena padega’. My country will not tolerate the disrespect of my countrymen on the basis of their skin colour and Modi will never tolerate this…” pic.twitter.com/e22GgRbctj
— ANI (@ANI) May 8, 2024
এই প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন ‘শ্যাম ভাই, আমি উত্তর পূর্ব ভারতের মানুষ এবং দেখতে ভারতীয়দের মতই। আমাদের বৈচিত্রে ভরা দেশে আমাদের দেখতে ভিন্ন হলেও আমরা সবাই সমান।আমাদের দেশের ব্যাপারে একটু তো বুঝুন !’
Sam bhai, I am from the North East and I look like an Indian. We are a diverse country – we may look different but we are all one.
Hamare desh ke bare mein thoda to samajh lo! https://t.co/eXairi0n1n
— Himanta Biswa Sarma (Modi Ka Parivar) (@himantabiswa) May 8, 2024
হিমাচল প্রদেশের মান্ডির বিজেপি প্রার্থী অভিনেত্রী কঙ্গনা রানাওত পিত্রোদার এই মন্তব্যকে ‘বর্ণবিদ্বেষী ও বিভাজনকারী’ বলে আখ্যায়িত করেছেন। তাঁর এক্স হ্যান্ডেলে তিনি বলেছেন,’তাঁদের গোটা মতবাদটাই দাঁড়িয়ে বিভাজনের রাজনীতির ওপর। এটা খুবই বিরক্তিকর মন্তব্য। লজ্জা!’
Sam Pitroda is Rahul Gandhi’s mentor. Listen to his racist & divisive jibes for Indians.
Their whole ideology is about divide & rule. It’s sickening to call fellow Indians Chinese and African.
Shame on Congress! pic.twitter.com/WDSYAuFbht
— Kangana Ranaut (Modi Ka Parivar) (@KanganaTeam) May 8, 2024
বিজেপি সাংসদ রবি শংকর প্রসাদ তাঁর ক্ষোভ উগড়ে দিয়েছেন পিত্রোদার প্রতি। তিনি বলেছেন,’হারের ভয়ে ভুলভাল কথা বলছেন উনি। উনি তো রাহুল গান্ধির পরামর্শদাতা। আজ বুঝতে পারছি কেন রাহুল এত উদ্ভট কথাবার্তা বলেন। উনি না বোঝেন ভারতকে , না বোঝেন এই দেশের ঐতিহ্যকে।’
বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা পিত্রোদাকে ‘ধারাবাহিকভাবে দোষি’ আখ্যায়িত করে তাঁর এক্স হ্যান্ডেলে বলেছেন,’মন্তব্য শ্যাম আঙ্কেলের হলেও, চিন্তাটা রাহুল গান্ধির। ভারতীয়দের সাথে ভারতীয়দের বিবাদ লাগিয়ে দেওয়া, বর্ণবিদ্বেষ এবং ঘৃণার ব্যাপারী এরা।’
অপরদিকে কংগ্রেসের তরফে জয়রাম রমেশ পিত্রোদার সমালোচনা করে জানিয়েছেন যে পিত্রোদার এই বিশ্লেষণ খুবই দুর্ভাগ্যজনক এবং একেবারেই গ্রহণীয় নয়।’ এক্ষেত্রে তাঁর দল যে তাঁর পাশে নেই সে কথা স্পষ্ট করেছেন এই কংগ্রেস নেতা।
The analogies drawn by Mr. Sam Pitroda in a podcast to illustrate India’s diversity are most unfortunate and unacceptable. The Indian National Congress completely dissociates itself from these analogies.
— Jairam Ramesh (@Jairam_Ramesh) May 8, 2024
❤ Support Us