- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ২২, ২০২৩
সঞ্জুর সেঞ্চুরি, অর্শদীপের দুরন্ত বোলিংয়ে সিরিজ ভারতের
প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা। সিরিজ নির্ণায়ক ম্যাচে বাজিমাত ভারতের। দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় একদিনের ম্যাচে ৭৮ রানে উড়িয়ে তিন ম্যাচের একদিনের সিরিজ ২–১ ব্যবধানে জিতে নিল ভারত। দুর্দান্ত সেঞ্চুরি করে ভারতকে সিরিজ এনে দিলেন সঞ্জু স্যামসন। দ্বিতীয় সারির দল নিয়ে ভারতের এই সিরিজ জয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ২০১৭ সালের পর দক্ষিণ আফ্রিকা মাটিতে আবার সিরিজ জয় ভারতের।
পার্লের বোল্যান্ড পার্কে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকা। চোটের জন্য ঋতুরাজ গায়কোয়াড় ছিটকে যাওয়ায় প্রথম একাদশে সুযোগ পান রজত পতিদার। এদিন একদিনের ক্রিকেটে অভিষেক হল রজতের। সাই সুদর্শনের সঙ্গে তাঁকে ওপেন করতে পাঠানো হয়। অভিষেক ম্যাচে অনভ্যস্ত পজিশনে সুবিধা করতে পারেননি পতিদার। ১৬ বলে ২২ রান করে আউট হন তিনি। এরপর ছন্দে থাকা সাই সুদর্শনকে (১০) তুলে নেন বেউরান হেনড্রিকস।
৪৯ রানে ২ উইকেট হারানোর পর ভারতকে টেনে নিয়ে যান লোকেশ রাহুল ও সঞ্জু স্যামসন। তৃতীয় উইকেটের জুটিতে দুজনে তোলেন ৫২। ৩৫ বলে ২১ রান করে আউট হন রাহুল। এরপর তিলক ভার্মার সঙ্গে ১১৬ রানের পার্টনারশিপ গড়েন সঞ্জু। এদিন একদিনের ক্রিকেটে প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন তিলক। ৭৭ বলে ৫২ রান করে তিনি কেশব মহারাজের বলে আউট হন। তিলক আউট হওয়ার পর রিঙ্কু সিংয়ের সঙ্গে জুটিতে সঞ্জু তোলেন ২৯ রান। ৬৬ বলে হাফ সেঞ্চুরি করেন সঞ্জু। সেঞ্চুরি আসে ১১০ বলে। শেষ পর্যন্ত ১১৪ বলে ১০৮ রান করে আউট হন তিনি। ২৭ বলে ৩৮ রান করেন রিঙ্কু। ৫০ ওভারে ভারত তোলে ২৯৬/৮। ৬৩ রানে ৩ উইকেট নেন বেউরান হেনড্রিকস।
জয়ের জন্য ২৯৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিল প্রোটিয়ারা। রিজা হেনড্রিকস ও টনি ডি জর্জির জুটিতে ওঠে ৫৯ রান। রিজাকে (১৯) তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ধাক্কা দেন অর্শদীপ সিং। এরপর রাসি ভ্যান ডার ডুসেনকে (২) তুলে নিয়ে প্রোটিয়াদের ওপর চাপ বাড়ান অক্ষর প্যাটেল। অধিনায়ক মার্করাম আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থাকেন। ৪১ বলে ৩৬ রান করে তিনি ওয়াশিংটন সুন্দরের বলে স্ট্যাম্পড হন। আগের ম্যাচে সেঞ্চুরি করা টনি ডি জর্জি দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এদিনও সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন। শেষ পর্যন্ত ৮৭ বলে ৮১ রান করে অর্শদীপের বলে আউট হন জর্জি।
জর্জি আউট হতেই ধস নামে দক্ষিণ আফ্রিকার ইনিংসে। বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি হেনরিখ ক্লাসেন (২২ বলে ২১), উইয়ান মুলডার (১)। ভয়ঙ্কর হয়ে উঠার আগেই ডেভিড মিলারকে (১০) তুলে নেন মুকেশ কুমার। মিলার আউট হওয়ার পরপরই জয়ের আশা শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার। ২৭ বলে ১৪ রান করে অর্শদীপের বলে আউট হন কেশব মহারাজ। লিজাড উইলিয়ামসকেও (২) তুলে নেন অর্শদীপ। শেষ পর্যন্ত ৪৫.৫ ওভারে ২১৮ রানে গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। ৩০ রানে ৪ উইকেট নেন অর্শদীপ। দুটি করে উইকেট নেন আবেশ খান ও ওয়াশিংটন সুন্দর। ম্যাচের সেরা হন সঞ্জু স্যামসন। ৩ ম্যাচে ৯ উইকেট নিয়ে সিরিজের সেরা অর্শদীপ সিং।
❤ Support Us