- এই মুহূর্তে দে । শ
- মে ৭, ২০২৪
গঙ্গাধরের ভিডিও ‘অরিজিনাল’, বসিরহাট আদালতে যাওয়ার পথে প্রতিক্রিয়া শাজাহানের। শাসকের নয়া চক্রান্ত, পাল্টা অভিযোগ রেখার

বিজেপির দাবি গঙ্গাধরে ভিডিও ‘জাল’। আই প্যাকের কারসাজি। আবার স্থানীয় বিজেপি সমর্থক মহিলাদের অভিযোগ টাকার বিনিময়ে কিংবা ভয় দেখিয়ে গঙ্গাধর কয়ালকে দিয়ে শুভেন্দু অধিকারির নামে বলিয়ে নেওয়া হয়েছে। প্রকাশ্যে আসার পর থেকেই গোপন ভিডিও–য় বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের বক্তব্য নিয়ে চাপান উতোর চলছেই।এবার গঙ্গাধর কয়াল ও প্রতিবাদী মহিলা জবারানি সিংহের সেই ভিডিওকে আসল বলে মন্তব্য করলেন শেখ শাহাজান। তিনি বলেন ওই ভিডিও ‘অরিজিনাল’।
এদিন শেখ শাহাজান সহ ৪ জনকে বসিরহাট আদালতে পেশ করা হয়। প্রিজন ভ্যান থেকে নামার সময় সাংবাদিকদের শেখ শাজাহানকে প্রশ্ন করেন, সন্দেশখালির নারী নির্যাতন হয়নি। সবটাই সাজানো ঘটনা এই ভিডিওকে বিরোধীরা, বিশেষ করে বিজেপি ‘জাল’ বলছে, আপনি কী বলবেন? তার উত্তরে শেখ শাহাজান এক কথায় তাঁর প্রতিক্রিয়া জানান, ওই ভিডিও ‘অরিজিনাল’। বিজেপির মন্ডল সভাপতির বক্তব্য সঠিক এটাই বলতে চেয়েছেন শাহাজান। অর্থাৎ গঙ্গাধর কয়ালের কথার সত্যতা রয়েছে। সন্দেশখালিতে নারি নির্যাতনের গল্প সাজানো। এদিন শেখ শাহাজান, উত্তম সর্দার, দিদার বক্স, শেখ আলমগিরকে বসিরহাট এসিজেএম আদালতে তোলা হয়। বিচারক ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত এসিজেএম তাদের ৩ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। প্রিজন ভ্যানে পরিবারের লোকজনের উদ্দেশে শেখ শাজাহান বলেন, ‘সব সত্য একদিন সামনে আসবে। সত্যের জয় হবেই।’ এদিকে বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ভিডিও সন্দেশখালি ইস্যুতে বিজেপিকে একেবারে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। সন্দেশখালির জনবহুল এলাকায় এল ই ডি স্ক্রিনে সেই ভিডিও দেখানো হচ্ছে তৃণমূলের উদ্যোগে। সন্দেশখালির মহিলারাই এখন বিজেপির নিন্দায় মুখর।
বিজেপি পাল্টা এদিন সন্দেশখালি থানায় বিক্ষোভ দেখায়। বসিরহাট কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্র বলেন, ‘তৃণমূল সব পারে। আমি সন্দেশখালিতে ২০১১ সাল থেকে তৃণমূলকে দেখে আসছি।’ এদিন বসিরহাট শহরে পুর এলকায় প্রচার করেন রেখা। সেখানে তিনি বলেন, ‘বিজেপিকে রাজনৈতিক ভাবে রুখতে না পেরে তৃণমূল নতুন করে চক্রান্ত করছে। ওরা বাইরে থেকে লোক নিয়ে সমাবেশ করে বোঝাতে চাইছে মহিলারা তৃণমূলের সঙ্গে আছে। কিন্তু আসল ছবি অন্য। মানুষ তৃণমূলকে আর চাইছে না। যেখানেই প্রচারে যাচ্ছি মানুষ আমাকে কাছে টেনে নিচ্ছেন।’
❤ Support Us