- দে । শ
- মে ২৫, ২০২৪
হাজি নুরুলের সমর্থনে সন্দেশখালিতে পদযাত্রা প্রিয়দর্শিনী হাকিমের

ভোট পাওয়ার জন্য সন্দেশখালির মহিলাদের নিয়েও সাম্প্রদায়িক রাজনীতি করছে বিজেপি। মহিলাদের পদযাত্রায় শামিল হয়ে একথা বললেন, ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম। আজ সন্দেশখালির বয়ারমারি গ্রামে বাসন্তি হাইওয়ের ওপর বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে বিশাল পদযাত্রায় সন্দেশখালির কয়েক হাজার মহিলা যোগ দেন। কার্যত এদিনের মিছিলে সন্দেশখালির মহিলারা এসেছিলেন বিজেপির মিথ্যা কুৎসা, সন্দেশখালির মহিলাদের কলঙ্কিত করার চক্রান্তের প্রতিবাদ জানাতে। ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো সহ তৃণমূলের পঞ্চায়েত প্রতিনিধিরাও। প্রিয়র্শিনী বলেন, ‘এই মিছিল কেবলমাত্র মহিলাদের মিছিল। সন্দেশখালির মহিলারা নিজের গ্রামের নাম কলঙ্কিত করা হয়েছে, বদনাম করা হচ্ছে যার জন্য সারা বাংলার মাথা নিচু হচ্ছে। তার প্রতিবাদ করতে সন্দেশখালির মা বোনেরা নিজেরা রাস্তায় নেমেছেন।’ তিনি বলেন, ‘ আমি কয়েকদিন আগে এখানে একটা মিটিংয়ে এসেছিলাম। তখন এখানকার মহিলারাই আমাকে বলেন, দিদি এখানে একটা মিছিল করুন আমরা সবাই আসব সেই মিছিলে। একটা শান্ত সুন্দর জায়গা সেটাতে কালিমালিপ্ত এমন করেছে যেখানে আমাদের গ্রামের জন্য পুরো বাংলার বদনাম হচ্ছে। এখানকার মহিলারাই বলেছেন আমরা এখানে ভালো আছি, সুখে আছি, লক্ষ্মী ভান্ডার পাচ্ছি আমরা সেটা মিছিল করে জানাতে চাই। তাই আজকে হাজি নুরুল ইসলামের সমর্থন মিছিল করলেন মহিলারা। এদিন মিছিল ছিল বাস্তবিক অর্থে বর্ণময়। মেয়েরা লক্ষ্মী সেজে এসেছে, কেউ বাংলার নানা লোক সংস্কৃতি নিয়ে মিছিলে অংশ নেন। মিছিল দেখতে রাস্তার দু’পাশে অসংখ্য মানুষ ভিড় করেন। প্রিয়দর্শিনী বলেন, বিজেপি টাকা দিয়ে এমনভাবে কিনে নিয়েছে শুধু ঝামেলা অশান্তি করছে। লজ্জা লাগে ২ হাজার টাকা দিয়ে গ্রামের সরল সাদাসিধে মহিলাদের দিয়ে সাদা কাগজে সই করে ধর্ষণ লিখিয়ে নিচ্ছে।’ তিনি বলেন, এরপরেও স্মৃতি ইরানি যেভাবে বলছেন তাতে একটা সাম্প্রদায়িক বিবাদ ঘটনোর জন্য বাংলায় চেষ্টা করছে বিজেপি। দেশের নাম বিশ্বে সামনে ছোট করছে বিজেপি স্রেফ ভোট পাওয়ার জন্য। এরা দেশকে ভালোবাসে না। যারা দেশকে ভালোবাসেনা তারা কী রাজনীতি করবে? বিধায়ক সুকুমার মাহাতো বলেন, ‘সন্দেশখালির মহিলাদের অপমান করে বাংলাকে ছোট করেছে বিজেপি। সব চক্রান্ত ফাঁস হয়ে গেছে । টাকা দিয়ে সন্দেশখালির মা বোনেদের কেনা যায় না তার প্রমান মিলবে এবার ভোটে।’
❤ Support Us