Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • সেপ্টেম্বর ২১, ২০২৩

চেন্নাইয়ে শুটিং করতে গিয়ে অসুস্থ সন্দীপ রায়, তড়িঘড়ি ফিরলেন কলকাতায়

আরম্ভ ওয়েব ডেস্ক
চেন্নাইয়ে শুটিং করতে গিয়ে অসুস্থ সন্দীপ রায়, তড়িঘড়ি ফিরলেন কলকাতায়

সন্দীপ রায় অসুস্থ। চেন্নাইয়ে শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে দ্রুত তিনি কলকাতায় ফিরেছেন। সম্প্রতি ‘নয়ন রহস্য’-র  টিম নিয়ে চেন্নাইয়ে শুটিং করতে গিয়েছিলেন সন্দীপ রায়। ‘হত্যাপুরী’র পর তাঁর হাত ধরে আবারও নতুন ‘মিস্ট্রি’ সমাধানে ফেলু মিত্তিরকে দেখার জন্য এখন মুখিয়ে রয়েছেন দর্শকরা। সেই কাজেই গত সপ্তাহেই চেন্নাই পৌঁছে পুরোদস্তুর শুটিং শুরু করেন সত্যজিৎপুত্র সন্দীপ রায়। তবে কয়েক শুটিং চলার কয়েকদিনের মধ্যেই শুরু হয় তাঁর প্রচন্ড কাশি। তার পরেই ক্রমে তাঁর শরীর আরও দুর্বল হয়ে পড়তে থাকে। এর পর চেন্নাইয়ে শুটিং বন্ধ করে   তড়িঘড়ি গোটা শুটিং ইউনিট নিয়ে কলকাতায় ফিরে আসতে হয় সন্দীপ রায়কে। তাঁর স্বাস্থ্য সম্পর্কে চিকিৎসকদের প্রাথমিক অনুমান বর্ষীয়ান পরিচালক ভাইরাল জ্বরে আক্রান্ত। তার ফলে ‘নয়ন রহস্য’-র পুরো টিম নিয়ে আউটডোর শুটিংয়ে গিয়ে কলকাতায় ফিরে আসতে হল। আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন সত্যজিৎপুত্র। চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাচ্ছেন। বিশ্রাম নিচ্ছেন। তবে সুস্থ হলেই ফের গোটা ইউনিট নিয়ে ফ্লোরে ফিরবেন পরিচালক সন্দীপ রায়।

সন্দীপ রায় পরিচালিত ছবি ‘নয়ন রহস্য’র সিংহভাগ ছবির শুটিংই শেষ হয়ে গিয়েছে। তবে মাদ্রাজের প্রেক্ষাপটে এই ছবির গল্প হওয়ায়  চেন্নাইতে এই যাত্রায় আরও কয়েক দিন শুটিং বাকি ছিল। হঠাৎ অসুস্থ হওয়ায় সেই শুটিং বাতিল করেছেন পরিচালক, তবে সুস্থ হলেই সেই কাজে আবার হাত দেবেন সন্দীপ রায়। এই ছবিতেও ফেলুদার চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে। লালমোহনের ভূমিকায় রয়েছেন অভিজিৎ গুহ এবং তোপসের চরিত্রে অভিনয় করছেন আয়ুষ দাস।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!