Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ৭, ২০২৩

আবু ধাবি ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় সানিয়া মির্জাদের

আরম্ভ ওয়েব ডেস্ক
আবু ধাবি ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় সানিয়া মির্জাদের

অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে যাওয়ার পরই সানিয়া মির্জা বলেছিলেন, এই বছর অস্ট্রেলিয়ান ওপেন এবং ফেব্রুয়ারিতে দুবাই ওপেনের পর তিনি টেনিসকে বিদায় জানাবেন। জীবনের শেষ গ্র‌্যান্ড স্লাম প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের স্বপ্ন অপূর্ণ থেকে গিয়েছে সানিয়ার। অস্ট্রেলিয়া ওপেনে রোহন বোপান্নার সঙ্গে জুটি বেঁধে মিক্সড ডাবলসের ফাইনালে উঠেও শেষরক্ষা করতে পারেননি। ব্রাজিলের লুইসা স্টেফানি-রাফায়েল মাতোস জুটির কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল সানিয়াদের।
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দুবাই ওপেন। এটাই সানিয়ার জীবনের শেষ প্রতিযোগিতা। দুবাই ওপেনের প্রস্তুতির জন্য মার্কিন যুক্তরাষ্টের সঙ্গী বেথানি মাতেককে সঙ্গে নিয়ে আবু ধাবি ওপেনে মহিলাদের ডাবলসে খেলতে নেমেছিলেন সানিয়া। কিন্তু প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হল সানিয়া–মাতেক জুটিকে। বেলজিয়ান–জার্মান জুটি কার্স্টেন ফ্লিপকেনস এবং লরা সিগমুন্ডের কাছে স্ট্রেট সেটে হারতে হল সানিয়াদের। ম্যাচের ফল ৬–৩, ৬–৪। মাত্র ১ ঘন্টা ১৩ মিনিটেই সানিয়া–মাতেক জুটিকে হারান কার্স্টেন ফ্লিপকেনস এবং লরা সিগমুন্ডে জুটি।
অস্ট্রেলিয়া ওপেন চলার সময় ৩৬ বছর বয়সী সানিয়া মির্জা বলেছিলেন যে, চোটের জন্য তাঁর ২০২২ সালের অবসরের পরিকল্পনা বিলম্বিত হয়েছিল। চোটের কারণে ইউএস ওপেন মিস করার পর সে সময় অবসর না নেওয়ার কথা ঘোষণা করেছিলেন সানিয়া। জানিয়েছিলেন দুবাই ওপেন খেলেই চিরতরে পাশাদার টেনিসকে বিদায় জানাবেন।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!