- মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ২৭, ২০২৩
স্বপ্নপূরণ হল না সানিয়ার, জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যামে রানার্স

স্বপ্ন ছিল জীবনের শেষ গ্র্যান্ড স্লামে চ্যাম্পিয়ন হয়েই টেনিস ক্যারিয়ার শেষ করবেন কিন্তু স্বপ্ন পূরণ হলো না সানিয়া মির্জার। স্বপ্ন পূরণের শেষ ধাপে পৌঁছেও ব্যর্থ ভারতীয় এই মহিলা টেনিস তারকা। রোহন বোপান্নাকে সঙ্গে নিয়ে তাঁর স্বপ্নের দৌড় থেমে গেল অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস ফাইনালে। মেলবোর্ন পার্কে নিজের শেষ গ্র্যান্ড স্ল্যাম ম্যাচে ব্রাজিলের জুটি লুইসা স্তেফানি ও রাফায়েল মাতোসের হারতে হল সানিয়াদের। খেলার ফল ৭-৬ (৬-২), ৬-২।
প্রথম সেটে সানিয়া-বোপান্না জুটির সার্ভিস ভেঙে ২-০ ব্যবধানে এগিয়ে যায় লুইসা স্তেফানি ও রাফায়েল মাতোস জুটি। সেখান থেকে ২-২ করে ৩-২ ব্যবধানে এগিয়ে যান সানিয়ারা। কিন্তু লুইসা স্তেফানি ও রাফায়েল মাতোস জুটি ৩-৩ করে ফেলার পর ফের লিড নেয় ভারতীয় জুটি। সার্ভ ব্রেকের সুবাদে ৫-৩ ব্যবধানে এগিয়েও ছিল সানিয়ারা। কিন্তু ফের ঘুরে দাঁড়ায় ব্রাজিলীয় জুটি। ৫-৫ হয়ে যাওয়ার পর সানিয়ার সার্ভিসে ভারতীয় জুটি ৬-৫ ব্যবধানে এগিয়ে যায়। শেষ অবধি টাইব্রেকারে প্রথম সেটে সানিয়ারা পরাস্ত হন।
দ্বিতীয় সেটে অবশ্য দাঁড়াতে পারেননি সানিয়া-বোপান্নারা। ভারতীয় জুটিকে কার্যত উড়িয়ে দেয় ব্রাজিলীয় জুটি। শুরুতেই ০-৩ ব্যবধানে পিছিয়ে পড়ে আর ম্যাচে ফিরতে পারেননি সানিয়ারা। ক্রমাগত ব্যবধান বাড়িয়ে স্তেফানি-মাতোস খেতাব নিশ্চিত করে ফেলেন। দ্বিতীয় সেটা সানিয়ারা উড়ে যান ৬-২ ব্যবধানে। ১৪ বছর বয়সে সানিয়া প্রথম জুটি বেঁধেছিলেন রোহন বোপান্নার সঙ্গেই। প্রথম মিক্সড ডাবলস পার্টনারকে নিয়ে গ্র্যান্ড স্ল্যাম জেতার কাছাকাছি পৌঁছেও তীরে এসে তরী ডুবল।
অস্ট্রেলিয়ান ওপেনই ছিল পেশাদার হিসেবে সানিয়ার প্রথম গ্র্যান্ড স্ল্যাম। ২০০৫ সালে অষ্টাদশী সানিয়া তৃতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন সেরেনা উইলিয়ামসের। সেটাই সেরা স্মৃতি। সেবার সেরেনা চ্যাম্পিয়নও হন। মেলবোর্নের বেশ কিছু স্মরণীয় অভিজ্ঞতা রয়েছে। সানিয়ার কথায়, “এখানেই শুরু করেছিলাম, গ্র্যান্ড স্ল্যাম কেরিয়ার সেখানেই শেষ করার চেয়ে ভালো কিছু হতে পারে না। আগামী মাসে দুবাইয়ে ডব্লুটিএ ১০০০ ইভেন্ট খেলেই পেশাদার টেনিসকে গুডবাই জানাবেন ভারতীয় টেনিস-সুন্দরী।”
❤ Support Us