- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- ফেব্রুয়ারি ১, ২০২৪
বনসালির প্রথম ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’র ফার্স্ট লুক প্রকাশ
২০২২ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা বনসালির ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। এই ছবিতে যৌনপল্লীর গল্প তুলে ধরেছিলেন সঞ্জয়। প্রধান চরিত্রে ছিলেন যৌনকর্মীরা। ‘গাঙ্গুবাই কাথিয়াওয়ারি’–র সাফল্যের পর যৌনপল্লীর গল্প নিয়ে ওয়েব সিরিজ তৈরির কথা ঘোষণা করেছিলেন সঞ্জয় লীলা বনসালি। অবশেষে সেই ওয়েব সিরিজের ‘ফার্স্ট লুক’ প্রকাশ্যে নিয়ে এলেন নির্মাতা।
‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ নামে এই ওয়েব সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা , অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, শারমিন সেগাল এবং সানজিদা শেখ। নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ। তবে কবে থেকে এই ওয়েব সিরিজ সম্প্রচারিত হবে, তা এখনও ঘোষণা করা হয়নি। তবে এই বছরই নেটফ্লিক্সে সম্প্রচারিত হবে বলে আশা করা হচ্ছে। ইনস্টাগ্রামে প্রথম লুক শেয়ার করে নেটফ্লিক্স ইন্ডিয়া ক্যাপশনে লিখেছে, ‘এই হল কিংবদন্তি ভারতীয় স্রষ্টা সঞ্জয় লীলা বনসালির প্রথম সিরিজ EVER: Heeramandi: The Diamond Bazaar!’
অভিনেত্রী এবং ওয়েব সিরিজের নির্মাতারা হীরামান্ডির প্রথম যে চেহারাটি সামনে নিয়ে এসেছেন, সত্যিই দুর্দান্ত ও নাটকীয়। ‘দেবদাস’, ‘বাজিরাও মাস্তানি’ এবং আরও অনেক সুপারহিট ছবির পরিচালক সঞ্জয় লীলা বনসালির কাছ থেকে প্রত্যাশিত। এই ওয়েব সিরিজে সঞ্জয় লীলা বনসালি স্বাধীনতাপূর্ব ভারতে গণিকাদের জীবনে প্রেম এবং বিশ্বাসঘাতকতার গল্প তুলে ধরেছেন। ওয়েব সিরিজটি ১৯৪০–এর দশকের ভারতীয় স্বাধীনতা সংগ্রামের উত্তাল পটভূমির বিরুদ্ধে গণিকা এবং তাদের পৃষ্ঠপোষকদের গল্পের মাধ্যমে হীরামান্ডি জেলার সাংস্কৃতিক বাস্তবতা অন্বেষণ করেছে।
গত বছর এক বিবৃতিতে সঞ্জয় লীলা বনসালি, বলেছিলেন, ‘একজন চলচ্চিত্র নির্মাতা হিসাবে হীরামান্ডি আমার যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি একটি মহাকাব্যিক, প্রথম ধরনের সিরিজ যা দরবারের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটি একটি উচ্চাভিলাষী, মহৎ এবং সর্বাঙ্গীণ সিরিজ। এই ওয়েব সিরিজ তৈরি করতে নার্ভাস ও উত্তেজিত।’
❤ Support Us