Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ১৭, ২০২৪

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচ। ভারতের প্রথম একাদশে খেলতে পারেন সঞ্জু, আবেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচ। ভারতের প্রথম একাদশে খেলতে পারেন সঞ্জু, আবেশ

আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলতে নামছে ভারত। প্রথম দুটি ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ নিজেদের দখলে নিয়েছে। আজ আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার হাতছানি। সিরিজের শেষ ম্যাচে রিজার্ভ বেঞ্চ দেখে নিতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। প্রথম দুটি ম্যাচে ব্যর্থ হওয়া রোহিত শর্মাও রানের দিকে তাকিয়ে।

নিয়মরক্ষার ম্যাচে দু-একটা রদবদল হতে পারে ভারতের প্রথম একাদশে। তবে ওপেনিং জুটিতে পরিবর্তনের সম্ভাবনা নেই। অধিনায়ক রোহিত শর্মা প্রথম দুটি ম্যাচে রান পাননি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। তাই রোহিত চাইবেন শেষ ম্যাচে রানে ফিরতে। যদিও বিশ্বকাপের প্রস্তুতির জন্য গোটা আইপিএল পাবেন রোহিত। এই ম্যাচে শুভমান গিল কিংবা তিলক ভার্মারও প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। কারণ বিরাট কোহলিও রোহিতের মত এই ম্যাচে খেলবেন। শিবম দুবে প্রথম দুটি ম্যাচে রান পেয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁকে আরও একটা ম্যাচে দেখে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

ব্যাটিংয়ে একমাত্র রদবদল আসতে পারে জিতেশ শর্মার জায়গায়। তাঁর পরিবর্তে সঞ্জু স্যামসনকে খেলানোর চিন্তাভাবনা করছে টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের আগে রিঙ্কু সিংকে আরও একটা আন্তর্জাতিক ম্যাচে দেখে নিতে চায় টিম ম্যানেজমেন্ট।।

তবে বোলিংয়ে পরিবর্তন আসতে পারে। প্রথম দুটি ম্যাচে রবি বিষ্ণোই একেবারেই দাগ কাটতে পারেননি। তাঁর জায়গায় কুলদীপ যাদবকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হতে পারে। মুকেশ কুমারের জায়গায় খেলানো হতে পারে আবেশ খানকে।

বেঙ্গালুরুর চিন্নাস্বামীর উইকেট বরাবরই রানে ভরা। তবে এই উইকেটে স্পিনারাও সাহায্য পেয়ে থাকেন। বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে তেমনই দেখা গিয়েছিল। যদিও ভারত ও আফগানিস্তান ম্যাচ নতুন উইকেটে খেলা হবে। রান ওঠার সম্ভাবনা রয়েছে। বোলারদের যথেষ্ট সমস্যায় ফেলবে চিন্নাস্বামীর বাইশ গজ। আফগানিস্তান শিবির এই উইকেটেই ভারতকে হারিয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস ফেরাতে চাইছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!