- মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ৯, ২০২৪
সঞ্জু স্যামসনের দুরন্ত সেঞ্চুরি, প্রথম টি২০ ম্যাচেই ভারতের কাছে উড়ে গেল দক্ষিণ আফ্রিকা

অক্টোবরে বাংলাদেশের বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক টি২০ ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সঞ্জু স্যামসন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আবার সেঞ্চুরি। ভারতীয় এই ওপেনারের তাণ্ডবে খরকুটোর মতো উড়ে গেলেন প্রোটিয়া বোলাররা। সঞ্জুর দুরন্ত সেঞ্চুরির ওপর ভর করে প্রথম টি২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬১ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে টানা দুটি সেঞ্চুরি করার রেকর্ড করলেন সঞ্জু স্যামসন।
ডারবানে অনুষ্ঠিত প্রথম টি২০ ম্যাচে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। চতুর্থ ওভারেই অভিষেক শর্মাকে (৭) তুলে নেন জেরাল্ড কোয়েৎজে। এরপর সঞ্জু ও সূর্যকুমার যাদব ভারতকে এগিয়ে নিয়ে যান। ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব শুরু করেন সঞ্জু। সূর্যকুমার ১৭ বলে ২১ আউট হলেও সঞ্জুর তাণ্ডব থামেনি। মাঝে তিলক ভার্মা ১৮ বলে ৩৩ রান করে আউট হন। তার আগেই সেঞ্চুরি পূর্ণ করে ফেলেন সঞ্জু। শেষ পর্যন্ত ৫০ বলে ১০৭ রান করে তিনি আউট হন। সঞ্জুর ইনিংসে রয়েছে ৭টি চার ও ১০টি ছয়।
আগের মাসেই হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে ৪৭ বলে ১১১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন সঞ্জু। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করে ভারতের প্রথম ব্যাটার হিসেবে টি২০ ক্রিকেটে টানা দুটি সেঞ্চুরি করার অনন্য নজির গড়লেন। এর আগে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে পরপর দুটি সেঞ্চুরি করেছেন ফ্রান্সের গুস্তভ মোকিয়ান, দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো ও ইংল্যান্ডের ফিল সল্ট। আরও একটা নজির গড়েছেন সঞ্জু। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টি২০ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড। সঞ্জু মেরেছেন ১০টি ছক্কা। এর আগে ৮টি করে ছক্কা মারার নজির রয়েছে রাইলি রুশো ও সূর্যকুমার যাদবের। সঞ্জু আউট হওয়ার পর ভারতের রান তোলার গতি কমে যায়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ২০২ রান তোলে ভারত। জেরাল্ড কোয়েৎজে ৩৭ রানে ৩ উইকেট নেন।
ভারতের বিশাল রানের জবাব দেওয়ার জন্য বড় জুটি গড়ার প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার। অর্শদীপ সিংয়ের প্রথম ওভারে পরপর দুটি বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেছিলেন এইডেন মার্করাম। সেই ওভারের চতুর্থ বলেই তাঁকে তুলে নেন অর্শদীপ। এরপর মিডল অর্ডারে ধস নামান দুই স্পিনার বরুন চক্রবর্তী ও রবি বিষ্ণোইয়ের দাপটে প্রোটিয়া ব্যাটাররা আর বড় জুটি গড়ে তুলতে পারেননি। শেষ পর্যন্ত ১৭.৫ ওভারে ১৪১ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা সর্বোচ্চ রান করেন হেনরিখ ক্লাসেন (২২ বলে ২৫)। এছাড়া জেরান্ড কোয়েৎজে করেন ১১ বলে ২৩। রিকেলটন ১১ বলে ২১, ডেভিড মিলার করেন ১৮। ভারতের হয়ে বরুন চক্রবর্তী ২৫ রানে ও রবি বিষ্ণোই ২৮ রানে ৩টি করে উইকেট নেন।
❤ Support Us