শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যিনি বিশ্বভারতীর আচার্যও, তাঁরই কাছে নালিশ ঠুকল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা শান্তিনিকেতন ট্রাস্ট। মোদিকে লেখা চিঠিতে অভিযোগ জানানো হয়েছে, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীয় প্রবীণ আশ্রমিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা থেকে যেন বিরত থাকেন। এব্যাপারে আচার্য মোদির হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
ট্রাস্টের অছি পরিষদের সমস্ত সদস্য একযোগে আপত্তি তুলে মোদিকে লেখা ওই চিঠিতে আরও জানিয়েছেন, উপাচার্য উপাসনাগৃহে আপত্তিকর মন্তব্য করছেন। এটা চলতে দেবো না আমরা। উপাসনাগৃহে এসে উপাচার্য আশ্রমিকদের পাশাপাশি এলাকার অন্যান্য মানুষজনকেও হেনস্তা করছেন লাগাতারভাবে। বিদ্যুৎ চক্রবর্তী যেন এধরনের কাজ থেকে বিরত থাকেন, এও লেখা হয়েছে।
এই চিঠি তাৎপর্যপুর্ণ একারণেই, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বিশ্বভারতীয় জমি দখল করে রেখেছেন বলে বিতর্কে জড়িয়েছেন। ছাত্রছাত্রীদের সঙ্গেও উপাচার্যের সংঘাত লাগাতারভাবেই ঘটছে। এই পরিস্থতিতে শান্তিনিকেতন ট্রাস্টের তরফে, বিদ্যুৎবাবুর বিরুদ্ধে অভিযোগ তোলা হল। আচার্য নরেন্দ্র মোদির কাছে হস্তক্ষেপের আর্জিও জানানো হয়েছে। এরপরে উপাচার্য কী করেন সেটাই দেখার। এও দেখার, প্রবীণ আশ্রমিকদের আর্জিতে মোদি সাড়া দেন কিনা।
শান্তিনিকেতন ট্রাস্টের সাম্মানিক সম্পাদক অনিল কোনার মোদিকে লেখা ওই চিঠিতে জানিয়েছেন, শান্তিনিকেতনের সর্বস্তরের মানুষ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে। শিক্ষক মহল থেকে শুরু করে ছাত্রছাত্রী, প্রবীণ আশ্রমিক এমনকি দোকানিরা পর্যন্ত ওঁর কথাবার্তায়, আচরণে বিরক্ত।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34