- দে । শ
- নভেম্বর ২২, ২০২৩
সোশ্যাল মিডিয়ায় বিকৃত ছবি! গর্জে উঠলেন শচীন–কন্যা
বেশ কয়েক মাস ধরে শুভমান গিল ও সারা তেন্ডুলকারের সম্পর্ক নিয়ে চর্চা চলছে। ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে সোশ্যাল মিডিয়ায় এই দুজনের বিকৃত ছবিও ভাইরাল হয়েছে। এই নোংরামির বিরুদ্ধে গর্জে উঠেছেন শচীন কন্যা সারা। সোশ্যাল মিডিয়ায় কড়া বিবৃতি জারি করেছেন। পাশাপাশি টুইটার কর্তৃপক্ষর কাছে অনুরোধ জানিয়েছেন, ভুয়ো অ্যাকাউন্টগুলি চিহ্নিত করে সেগুলো বন্ধ করার।
বুধবার নিজের ইনস্টাগ্রামে একটা লম্বা বিবৃতি দিয়েছেন সারা তেন্ডুলকার। সেই বিবৃতিতে তিনি লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়া একটা দুর্দান্ত জায়গা। যেখানে আমরা সবাই নিজের আনন্দ, হাসি, দুঃখ, প্রতিদিনের যাবতীয় কার্যকলাপ শেয়ার করে নিই। কিন্তু ইদানিং প্রযুক্তির অপব্যবহার করে আসল ঘটনাকে বিকৃত করা হচ্ছে। প্রযুক্তির এইরকম অপপ্রয়োগ অবশ্যই চিন্তার বিষয়। কারণ বাস্তবে সঙ্গে এর কোনও সম্পর্কই নেই।’
সারা তেন্ডুলকারের নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে গত কয়েকদিন ধরে কয়েকটা বিকৃত ছবি পোস্ট করা হয়েছে। যা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এই বিকৃত ছবির জন্যই শুবমান গিলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন জোরালো হয়েছে। এই ধরনের ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন সারা তেন্ডুলকার। তাঁর দাবি, শুভমানের সঙ্গে এই ধরণের কোনও সম্পর্ক নেই।
ইনস্টাগ্রামে সারা লিখেছেন, ‘আমার নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে ভুল খবর ছড়ানো হচ্ছে। মানুষকে ভুল পথে পরিচালনা করা হচ্ছে। টুইটারে আমার কোনও অ্যাকাউন্ট নেই। আশা করছি টুইটার কর্তৃপক্ষ এই ভুয়ো অ্যাকাউন্ট চিহ্নিত করে সেগুলো বন্ধ করে দেবে।’
❤ Support Us