- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- এপ্রিল ২৫, ২০২২
সচিন কন্যা সারা এবার অভিনয়ে! শোনা যাচ্ছে বলিউডে পা রাখছেন দ্রুত
আন্তর্জাতিক পোশাকের ব্র্যান্ড সেল্ফ-প্রোটেইট-এর সঙ্গেই সারার বিজ্ঞাপনের দুনিয়ায় পথচলা শুরু সচিন কন্যার ।

সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকর এবার অভিনয় জগতে পা রাখতে চলেছেন। দ্রুতই তাঁকে দেখা যাবে বলিউডে।বলিউড লাইফ এক সূত্রকে উদ্ধৃত করে লিখেছে, ‘সারা হয়তো দ্রুতই বলিউডে ডেবিউ করতে চলেছে। ও অভিনয়ে অত্যন্ত আগ্রহী। ব্র্য়ান্ড এনডোর্স করার জন্য বেশ কিছু অভিনয়ের প্রশিক্ষণ ও নিয়েছে। সারা বরাবরই লো প্রোফাইল বজায় রাখে। হতে পারে সারা তাঁর অভিনয় গুণে চমকে দিতে পারে। অত্যন্ত প্রতিভাবান একটি মেয়ে। ও যে সিদ্ধান্তই নিক না কেন ওর মা-বাবার চূড়ান্ত সমর্থন থাকবে।’ মাত্র ২৪ বছর বয়সে সোশ্যাল মিডিয়ায় জমদার পারফরম্যান্স সারার। ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের স্নাতককে ইনস্টাগ্রামে ফলো করেন ১.৮ মিলিয়ন মানুষ।
আন্তর্জাতিক পোশাকের ব্র্যান্ড সেল্ফ-প্রোটেইট-এর সঙ্গেই সারার বিজ্ঞাপনের দুনিয়ায় পথচলা শুরু। এই ব্র্যান্ডের পোশাক ভারতে এক্সক্লুসিভলি পাওয়া যায় ই-কমার্স প্ল্যাটফর্ম আজিও লাক্সে । নিজেকে ফিট রাখতে নিয়মিত ওয়ার্কআউট করেন সারা। তাঁর জিমস্যুটে ছবিও ভাইরাল হয়েছিল গতবছর। শোনা যায় তরুণ ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে সম্পর্কে রয়েছেন সারা। তবে এ ব্যাপারে এখনও মুখ খোলেননি সচিন বা সারা কেউই।
❤ Support Us